Spread the love

Best Serum For Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য সেরা সিরাম


আমাদের দৈনন্দিন ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিরাম। কনসেনট্রেটেড সিরামের মধ্যে এমন অনেক শক্তিশালী উপাদান থাকে যা ত্বকের একাধিক সমস্যার সফলভাবে মোকাবিলা করতে পারে। জানেন কি সাধারণ স্কিনকেয়ার প্রডাক্টের চেয়ে সিরামের দাম বেশ খানিকটা বেশি হলেও সবসময় মোটা টাকা খরচ করেই যে সিরাম কিনতে হবে, তা কিন্তু মোটেই নয়। অবিশ্বাস্য হলেও কথাটা কিন্তু সত্যি!


আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি সিরাম যার প্রতিটির দামই আপনার বাজেটের মধ্যে। চোখ বুলিয়ে নিন আর বেছে নিন আপনার পছন্দের সিরাম।!ক্লেনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং – এটি হল ৩-ধাপে ত্বকের যত্নের রুটিন যা আমরা বছরের পর বছর ধরে পালন করে আসছি। কিন্তু, এখনও আপনার বিউটি রুটিনে সিরাম অন্তর্ভুক্ত না করে থাকেন তবে আপনি মিস করছেন।


IMG_20230324_201529-1679669137982 Best Serum For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা সিরাম

সেনসিটিভ ত্বকের সিরাম

ত্বকের নির্দিষ্ট সমস্যার মোকাবিলা করবে এমন পাওয়ার-প্যাক উপাদান যুক্ত ফেস সিরামগুলি ক্রিম এবং ময়েশ্চারাইজারগুলির চেয়ে অনেক বেশি কার্যকর। এগুলি হালকা, সহজে শোষিত হয় এবং ত্বকের গভীরে প্রবেশ করে।


সিরাম কীভাবে কাজ করে?

হাইলি কনসেনট্রেটেড পাওয়ারফুল উপাদান খুব লাইট ও থিন ফর্মুলার সাহায্যে ত্বকের কোষে পৌঁছে দেওয়ার কাজ করে সিরাম। সিরাম এমনভাবেই তৈরি করা হয় যাতে স্টার ইনগ্রেডিয়েন্ট খুব সহজেই স্কিনের ডিপ লেয়ারে প্রবেশ করতে পারে।


কারা ইউজ করতে পারবে?

২০ বছরের পর স্কিনকেয়ারে সিরাম অ্যাড করতে পারেন। টিনেজে জাস্ট বেসিক স্কিনকেয়ার রুটিন ফলো করবেন, এই সময় অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করার প্রয়োজন নেই। দিনের বেলাতে সানস্ক্রিন স্কিপ করা যাবে না! একই সময়ে দুই বা ততোধিক অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট একসাথে ব্যবহার করা থেকে বিরত থাকুন। কয়েকটা সিরাম কিন্তু একবারে ইউজ করবেন না! স্কিনকেয়ারে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। আপনি যেই সিরামই ইউজ করুন না কেন, সেটার প্যাকেজিং আগে চেক করুন।


তৈলাক্ত ত্বকের জন্য ভিটামিন সি সিরাম


আমরা প্রতিটি ত্বকের সমস্যার জন্য ৬ টি সেরা ফেস সিরাম সংগ্রহ করব। আসুন আমরা আর মূল্যবান সময় নষ্ট না করে এ সম্পর্কে জেনে নিই –


1। Retinol এবং Niacinamide সহ ক্লোভিয়া বোটানিকা অ্যান্টি-এজিং ফেস সিরাম

Clovia Botaniqa Anti-Ageing Face Serum with Retinol & Niacinamide –


এটি এমন একটি সিরাম যা আপনার বার্ধক্যের সমস্ত লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করবে । এই ফেস সিরাম আপনাকে তারুণ্য এবং মোলায়েম ত্বক দেবে । এতে রেটিনল এবং নিয়াসিনামাইডের মতো সক্রিয় উপাদান রয়েছে যা বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করে। রেটিনল, এটির অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যগুলির জন্য স্বতন্ত্রভাবে পরিচিত, কোলাজেন এবং বিবর্ণ বয়সের দাগগুলিকে উন্নীত করতে কার্যকরভাবে কাজ করে।

ড্রাই স্কিনের জন্য সিরাম

2। ভিটামিন ই এবং ল্যাকটিক অ্যাসিড সহ ক্লোভিয়া বোটানিকা রেটিনল ফেস সিরাম

Clovia Botaniqa Retinol Face Serum with Vitamin E & Lactic Acid


এই রেটিনল ফেস সিরাম আপনাকে সেই প্রতিশ্রুতি দেয়! রেটিনল আপনাকে তরুণ এবং উজ্জ্বল ত্বক দিতে সাহায্য করে, সেইসাথে বার্ধক্যজনিত কোনো লক্ষণকে দূর করে,, এটিতে অন্যান্য উপাদানও রয়েছে, যেমন ল্যাকটিক অ্যাসিড, আঙ্গুরের নির্যাস, ভিটামিন ই এবং গ্লাইকোলিক অ্যাসিড। এটি মৃত ত্বকের কোষগুলিকে ঝরাতে সাহায্য করে, আপনাকে সমান-টোনড ত্বক দেয় এবং আপনাকে তরুণ দেখায়।


IMG_20230324_201516-1679669138325 Best Serum For Glowing Skin - উজ্জ্বল ত্বকের জন্য সেরা সিরাম
আরও পড়ুন,

উজ্জ্বল ত্বকের জন্য কোন সিরাম ভালো

3। স্যালিসিলিক অ্যাসিড এবং নিয়াসিনামাইড সহ ক্লোভিয়া বোটানিকা অ্যান্টি-অ্যাকনি ফেস সিরাম

Clovia Botaniqa Anti-Acne Face Serum with Salicylic Acid & Niacinamide


এই সিরামে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যা ব্রণ-বিরোধী বৈশিষ্ট্যের জন্য সবচেয়ে বেশি পরিচিত। এটি আপনার ত্বকের গভীরে প্রবেশ করে, ছিদ্র খুলে দেয় এবং ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ব্রণের বৃদ্ধি রোধ করে। অন্যান্য উপাদান যেমন অ্যালোভেরা, চা গাছের তেল, নিয়াসিনামাইড এবং গ্লাইকোলিক অ্যাসিড ব্রণর দাগ হালকা করতে, ত্বকের অমেধ্য দূর করতে কাজ করে।

4। ক্লোভিয়া বোটানিকা ভিট সি স্কিন ব্রাইটনিং ফেস সিরাম সঙ্গে হায়ালুরোনিক অ্যাসিড

Vitamin C Skin Brightening Face Serum


এই ভিটামিন সি সিরাম আপনার ত্বককে সমান-টোনড এবং উজ্জ্বল করতে সাহায্য করে। একটি প্রাকৃতিক উপাদান হিসাবে, ভিটামিন সি তার ত্বক উজ্জ্বল করার বৈশিষ্ট্যগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু আপনি কি জানেন যে এটি কোলাজেন উৎপাদনে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতেও সাহায্য করে। এই সিরাম ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং হাইড্রেট করে। আপনি যদি হাইপারপিগমেন্টেশন নিয়ন্ত্রণ করতে চান, আপনার ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে।।


ত্বকে সিরাম ব্যবহারের নিয়ম

5। Boots Glow Essence Serum

বুটস গ্লো সিরাম


বুটস এর এই সিরামটি নিয়ে কিন্তু অনেক পজেটিভ রিভিউ আছে। যাদের বাজেট একটু বেশি, স্কিন ব্রাইটেনিং এর জন্য বেছে নিতে পারেন Boots Glow Essence Serum। এতে নিয়াসিনামাইড, সোডিয়াম হায়ালুরোনেট, গ্লিসারিন ইত্যাদি স্কিন নারিশিং ইনগ্রেডিয়েন্টস আছে। এটি পাওয়া যাচ্ছে ২৮ মিলিগ্রামের বোতলে, সাথে ড্রপার তো আছেই। এটি গ্লোয়ি লুক দেয়,, স্কিনকে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড রাখে।।মাইল্ড ও রিফ্রেশিং স্মেল আছে যেটা বেশ ভালো লাগে।।

6। Lakme Absolute Perfect Radiance Skin Brightening Serum

পুরনো ব্রণ শুকিয়ে যাওয়ার পর সেই জায়গায় কালো দাগছোপ থাকলে ত্বক নিষ্প্রাণ অমসৃণ দেখায়। ব্রাইটেনিং সিরাম দিয়ে এই সমস্যা দূর করা যায়। ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র‍্যাডিয়্যান্স স্কিন ব্রাইটেনিং সিরাম/ Lakme Absolute Perfect Radiance Skin Brightening Serum -এ রয়েছে ভিটামিন বিথ্রি (যা ত্বকের উপরিভাগের প্রতিরোধ মজবুত করে), নিয়মিত ব্যবহার করলে উজ্জ্বল দাগহীন ত্বক হবে আপনার নিত্যসঙ্গী।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে ফেইস ওয়াশ বা ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ধুয়ে নিয়ে টোনার অ্যাপ্লাই করুন। নেক্সট স্টেপে সিরাম অ্যাপ্লাই করবেন। ফেইসে ২/৩ ড্রপ সিরাম নিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করতে হবে। ভালোভাবে অ্যাবসর্ব হয়ে গেলে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। ব্যস, স্কিনকেয়ার ডান! তবে দিনের বেলা হলে এরপর সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।




Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *