Spread the love

Best sunscreen For acne prone Skin: ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা সানস্ক্রিন


গরম হোক বা শীত, আমাদের ত্বকের চাই বেস্ট সানস্ক্রিন ,,, যখনই আমরা বাইরে বেরোই, বেশ ভাল করে সানস্ক্রিন লাগিয়ে বেরোনো উচিৎ।। তবে অনেকেই ঠিক বুঝতে পারেন না যে, কোন সানস্ক্রিনটা তাঁর ত্বকের জন্য সঠিক। হ্যাঁ, অনেকেই জানেন না যে এক-এক ধরনের ত্বকের জন্য এক-এক রকমের সানস্ক্রিন জরুরি। যেমন ধরুন, আপনার ত্বক যদি শুষ্ক হয়, তা হলে আপনার এক রকমের সানস্ক্রিন দরকার, আবার যাঁদের ত্বক তেলতেলে তাঁদের জন্য অন্য রকমের সানস্ক্রিন। কীভাবে ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বাছবেন, সেটাই জানিয়ে দেব আজ।


IMG_20230528_214838-1685290728929 Best sunscreen For acne prone Skin - ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

তৈলাক্ত ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

অনেকেই ব্রণর ভয়ে সানস্ক্রিন লোশন ব্যবহারে ভয় পান। ফলে বাজারে বহু প্রসাধনীর মধ্যে থেকে সঠিক সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি। দেখে নেওয়া যাক,বাজারে উপলব্ধ কোন কোন সানস্ক্রিন লোশন সবচেয়ে বেশি উপকার দেয়…


ব্রনয় ভরা ত্বকের জন্য চাই বেস্ট সানস্ক্রিন ……যেমন –



১/ অ্যাভিল হিট শিল্ড জেল

এসপিএফ ৫০ সম্পন্ন অ্যাভিল হিট শিল্ড জেল সানস্ক্রিন ত্বকের পক্ষে খুবই ভাল। এটি ডারমাটোলজিক্যালি টেস্ট করা হয়েছে। এটি ‘জেল’ হিসাবে পাওয়া যায়। ক্ষতিকারক ইউভি আর আইআর রশ্মি থেকে এটি রক্ষা করে। এই সানস্ক্রিন রোদের জেরে ট্যানিং, রোদ্দুরে পোড়ার দাগ দূর করে,, এবং যাদের ত্বকে ব্রণ আছে তাদের জন্য বেস্ট।।


ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা সানস্ক্রিন


IMG_20230528_214828-1685290728684 Best sunscreen For acne prone Skin - ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

ছেলেদের সানস্ক্রিন কোনটা ভালো


২/ ল্যাকমে সান এক্সপার্ট আল্ট্রা ম্যাট এসপিএফ ৫০ (Lakme Sun Expert Ultra Matte Lotion SPF-50)

ল্যাকমে বিউটি প্রোডাক্ট একটা সুপরিচিত ব্র্যান্ড। আমাদের দেশে যেরকম গরম পড়ে, তার হাত থেকে ত্বককে বাঁচানোর জন্য এমন সানস্ক্রিন প্রয়োজন, যার এসপিএফ-এর মাত্রা বেশি। তা ছাড়া আর অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিনটি অত্যন্ত কার্যকরী। রোদ থেকে হওয়া সমস্যা যেমন সানবার্ন, দাগ-ছোপ ইত্যদি দূর করতেও সাহায্য করে।

৩/ অর্গানিক হারভেস্ট সানস্ক্রিন

ব্রণ ও দাগছোপের সমস্যা রয়েছে এমন ত্বকের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে অর্গানিক হারভেস্ট সানস্ক্রিন। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই ভাল। ত্বককে ব্রণ হতে দেয়না।।


IMG_20230528_214758-1685290728366 Best sunscreen For acne prone Skin - ব্রণ প্রবণ ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

ব্রণ,দাগ ছোপে ভরা ত্বকের জন্য সেরা সানস্ক্রিন


৪/ ল্যাক্টো ক্যালামাইন সান শিল্ড ম্যাটে

এসপিএফ ৫০পিএ+++ সম্পন্ন এই ল্যাক্টো ক্যালামাইন সানস্ক্রিন ট্যান ও রোদে পুড়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে। এই ক্রিম হালকা ।।

বাইরে না বের হলেও সানস্ক্রিন লাগবে কি?


বাইরে রোদে গেলে আমাদের স্কিনে ন্যাচারালি মেলানিন প্রোডিউস হয়, স্কিনকে সূর্যের ইউ ভি রে থেকে সুরক্ষিত করার জন্য কাজে আসে,, সানস্ক্রিন ব্যবহার না করলে সূর্যের রশ্মির সংস্পর্শে মেলানিন আরও বেশি প্রোডিউস হয়, ফলে ছোপ ছোপ দাগ একসময় মেসতাতে পরিণত হয়। বাইরে না বের হলেও কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুলবেন না!।।


Read More,

How to reduce pimples on face naturally



Tags – Skin Care , Sunscreen


By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *