গরমে আর কিছু মুখে না মাখলেও ত্বককে বাঁচাতে সানস্ক্রীন মাখা জরুরি……. গরমে এমনিতেও ত্বকের ওপর হাজার সমস্যা দেখা দেয়….. ত্বকের ওপর দাগ ছোপ বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- ডার্ক সার্কেলের মত ইত্যাদী সমস্যা লেগেই থাকে….. দিনের বেলায় স্কিন কেয়ার রুটিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করা ইম্পরট্যান্ট একটি স্টেপ। তবে সানস্ক্রীন মাখার সাথে সাথে এখন চিটচিটে সাথে আমরা চাই স্কিনটা ফ্রেশ থাকুক, ঘেমে না যাক এবং স্কিনে সানস্ক্রিন ভেসে ভেসে না থাকুক। তাই না? আজকে আমি ৩ টি সানস্ক্রিন সম্পর্কে জানাবো—-
সানস্ক্রিন কী এবং কেন ইউজ করবো?
সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বককে মারাত্মক ক্ষতি করে থাকে। সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাবে আমাদের ত্বকের কোলাজেন কমতে থাকে, ফলে কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এছাড়া র্যাশ, রেডনেস, মত সমস্যাও দেখা দেয়। তাহলে বুঝতেই পারছেন যে প্রতিদিন সানস্ক্রিন অ্যাপ্লাই করা কতটা জরুরী। সানস্ক্রিন আপনার ত্বককে সূর্যের তাপ ও ইউ ভি রে থেকে সুরক্ষিত রাখবে।
দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৩ সানস্ক্রিন
1। Lotus Herbals Safe Sunscreen UV Matte Gel PA+++ SPF 50: ম্যাট ফিনিশ, ত্বককে মসৃণ ও শুষ্ক রাখে।ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে আনে এবং আর্দ্রতা বজায় রাখে। UV রশ্মি এবং নীল আলো থেকে রক্ষা করে,,ট্যানিং প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতা দেয়। হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি, এই জেল-ভিত্তিক সানস্ক্রিনটি অসাধারণভাবে হাইড্রেটিং করে এবং ত্বকে হালকা অনুভব করে। এই সানস্ক্রিন আপনাকে একটি স্বতন্ত্র শিশিরের মতো অভিজ্ঞতা দেয় এবং আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে।
তৈলাক্ত ত্বকের সেরা সানস্ক্রীন
2। Neutrogena Ultra Sheer Dry Touch Sunscreen SPF 55: এই সানস্ক্রীন দ্রুত শোষিত হয় এবং ত্বককে মসৃণ রাখে। শুষ্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। নিউট্রোজেনা আল্ট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক, পুরুষ ও মহিলাদের জন্য এসপিএফ 50+ সানস্ক্রিনব্রড স্পেকট্রাম SPF 50+ UVA UVB রশ্মির বিরুদ্ধে লড়াই করে। সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।
গরমে সানস্ক্রিন কোনটা ভালো
3। Lacto Calamine Sunscreen SPF 50: SPF 50 PA+++ ক্ষতিকারক UVA/UVB রশ্মি থেকে রক্ষা করে এবং ট্যানিং থেকে রক্ষা করে। ভিটামিন সি সমৃদ্ধ লেবুর নির্যাস পিগমেন্টেশন, কালচে দাগ এবং রোদে পোড়া ভাব কমায়। এটি মহিলাদের জন্য একটি আদর্শ সানস্ক্রিন তৈরি করে।অতিরিক্ত তেল শোষণ করে, যা আপনাকে একটি পরিষ্কার, ম্যাট লুক দেয়।
আরোও পড়ুন,
Best Remedy For Dark Circles: ঘরোয়া উপাদানেই দূর হবে ডার্ক সার্কেল