Spread the love

Best Sunscreen for sencitive Skin – সংবেদনশীল ত্বকের জন্য সেরা সানস্ক্রিন


যদি আপনার ত্বক সংবেদনশীল হয়, আমি বলবো সবসময় টাইটানিয়াম ডাই অক্সাইড এবং জিঙ্ক দিয়ে সানস্ক্রিন ফর্মুলেশন বাছাই করে নিবেন।। আপনি যদি সূর্যের এক্সপোজারের কারণে সৃষ্ট ক্ষতি সীমিত করতে চান তবে অনুগ্রহ করে সুগন্ধি বা phthalates এবং প্যারাবেনগুলি এড়িয়ে চলুন। যদি আপনার ত্বক সংবেদনশীল হয়, সে ক্ষেত্রে প্যারাবেন বা অক্সিবেনজোন যুক্ত সানস্ক্রিন এড়িয়ে চলুন। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইডযুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে ভাল ফল পাবেন।যেকোনো পণ্য ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা ভালো।


IMG_20230331_143923-1680253773328 Best Sunscreen for sencitive Skin - সংবেদনশীল ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

Best Sunscreen for sencitive Skin In India

সর্বদা সঠিক পণ্যগুলিতে লেগে থাকুন, বিশেষ করে যদি আপনার অ্যালার্জি থাকে। কিন্তু যদি আপনার সানস্ক্রিন অ্যালার্জি হয়, তাহলে ধুয়ে ফেলতে পরামর্শ দিই। তারপরে, আপনার ত্বক পুরোপুরি নিরাময় না হওয়া পর্যন্ত সূর্যের এক্সপোজার এড়িয়ে চলুন। অ্যালার্জির চিকিত্সা করার সময় আপনার যদি খোলা ক্ষত, ফোস্কা বা শূন্য ফলাফল থাকে তবে আপনি আপনার ডাক্তারকেও যোগাযোগ করতে পারেন।

সংবেদনশীল ত্বক কাকে বলে?

সংবেদশীল ত্বক হল সেই ত্বক, যা সহজেই কোনও বিশেষ বস্তু যেমন ধুলোবালি, পোষা জীবজন্তুর লোম, ময়লা ইত্যাদির সংস্পর্শে এসে প্রতিক্রিয়া দেখায় এবং তার ফলে তাতে লালচে ভাব, দানা দানা র‍্যাশ অথবা চুলকুনির প্রকোপ হয়| এমনকী ঋতু পরিবর্তন আর মানসিক চাপও সংবেদনশীল ত্বকে প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে| ত্বক তখনই সংবেদনশীল হয়, যখন বাইরের কোন বস্তুর প্রভাবে ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হয় ।।


Best Sunscreen for sencitive Skin In Summer

কী করে বুঝবেন আপনার ত্বক সংবেদনশীল

ত্বকের সংবেদনশীলতা বোঝার অনেকগুলি লক্ষণ আছে| যদি ধোয়ার পরে ত্বক খুব টানটান লাগে আর চুলকানির ভাব হয়, মদ্যপান করলে বা অতিরিক্ত তেলমশলা দেওয়া খাবার খেলে ত্বক লাল হয়ে ওঠে, নতুন মেকআপ ব্যবহার করলে ত্বকে প্রতিক্রিয়া হয় এবং খসখসে জামাকাপড় পরলে ত্বকে চুলকানি হয়, সেক্ষেত্রে ত্বকের সংবেদনশীল হওয়ার সম্ভাবনা আছে বলা যায়|


Best Sunscreen for dry sencitive Skin


ত্বকের সংবেদনশীলতা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব?


সংবেদনশীল ত্বক এমন যত্নে রাখা উচিত যাতে আপনার দৈনন্দিন জীবনযাত্রায় কোনও ফারাক না পড়ে| ত্বকের ঠিকঠাক যত্ন নিলে আপনি তাকে সুরক্ষিত করতে পারবেন এবং এমনভাবে রাখতে পারবেন, যাতে ত্বকে কোনরকম সমস্যা না হয়|


গরমের বেস্ট সানস্ক্রিন


IMG_20230331_143900-1680253773605 Best Sunscreen for sencitive Skin - সংবেদনশীল ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

সেনসিটিভ ত্বকের সানস্ক্রিন

এবার আসি – সংবেদনশীল ত্বকের জন্য সেরা সানস্ক্রিন

ক্লিনিক সুপার সিটি ব্লক আল্ট্রা প্রোটেকশন এসপিএফ ৪০ (Clinique Super City Block Ultra Protection SPF-40)



650x650-1680253773843 Best Sunscreen for sencitive Skin - সংবেদনশীল ত্বকের জন্য সেরা সানস্ক্রিন
Read More,

ত্বকের যত্নে সানস্ক্রিন

সংবেদনশীল ত্বকের জন্য সেরা সানস্ক্রিন এটি।। ক্লিনিক-এর সব প্রোডাক্টই বাজারচলতি বাকি প্রোডাক্টের তুলনায় একটু বেশি দামি। তবে এর গুণগত মান কিন্তু বেশ ভাল। এই ব্র্যান্ডের সানস্ক্রিনটি যাঁদের ত্বক সংবেদনশীল এবং ব্রণ-ফুসকুড়ির সমস্যা রয়েছে তাঁদের জন্য খুবই ভাল। যেহেতু এটি অয়েল-ফ্রি, কাজেই ত্বকে তেলতেলে ভাব দূর করে ।।

সুবিধে (Advantages):

হালকা এবং চট করে ত্বকের ভেতরে মিশে যায়

ত্বকের আর্দ্রতা বজায় রাখে

প্যাকেজিংটি বেশ ভাল

ত্বকের পোরস ব্লক করে না ফলে ত্বকে ময়লা জমে ব্রণ বা অ্যাকনের সমস্যা দেখা দিতে পারে না

ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অকালে ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে

যেহেতু এসপিএফ-এর মাত্র বেশি কাজেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে

অসুবিধে (Disadvantages):

সব জায়গায় পাওয়া যায় না

বেশ দামি।।




Tags – Skin Care, Sunscreen

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *