Spread the love

আমাদের দেশে যা গরম পড়েছে তাতে সানস্ক্রিন ব্যবহার করাটা একেবারেই বাধ্যতামূলক,, সূর্যের প্রখর রোদ শুধু সানট্যানই (রোদে পোড়া ত্বক) তৈরি করে না, বরং সেই সাথে বাড়ায় স্কিন ক্যান্সারের ঝুঁকি আর অকালে দেখা দেয় বার্ধক্যের ছাপ। রোদে বের হতে হলে তাই কমপক্ষে ১০-১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করে তবেই বের হওয়া উচিৎ।

IMG_20240614_184225-edited Sunscreen For Women: জেনে নিন ৩ টি সেরা মহিলাদের সানস্ক্রিন

প্রতিদিন আমাদের ত্বক ২ ধরনের সূর্য রশ্মির মুখোমুখি হয়। একটি ইউভি-এ অন্যটি ইউভি-বি। ইউভি-এ রশ্মি ত্বকের ভেতর পর্যন্ত যেয়ে ত্বকের কোলাজেন প্রোডাকশন কমিয়ে দেয়। যার ফলে চামড়া কুঁচকে যায়, বলিরেখা দেখা দেয়, ত্বকে বয়সের ছাপ বোঝা যায়, এবং রিংকেল তৈরি হয়।

1। Lotus Herbals Safe Sun Block Cream: অনেকের কাছে বেশ প্রিয় এই প্রোডাক্টটি। এতে আছে SPF 30। যাদের ত্বক স্বাভাবিক এবং শুষ্ক, তাদের জন্য বেশ ভালো একটি প্রোডাক্ট এটি । তৈলাক্ত ত্বকের জন্য এটি তুলনামূলক কম ভালো বলে মনে হয়েছে আমার কাছে । গরমে প্রতিদিন ব্যবহারের জন্য এফোরড্যাবল প্রাইস এ এটা মোটামুটি ভালো একটি অপশন।

মেয়েদের সানস্ক্রিন কোনটা ভালো

2। Mamaearth Vitamin C Daily Glow Sunscreen: এই সানস্ক্রিন ক্ষতিকারক UVA এবং UVB রশ্মির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে।এবং আপনার ত্বককে ট্যান থেকে রক্ষা করে এবং এটিকে একটি প্রাকৃতিক আভা দেয়। ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।

তৈলাক্ত ত্বকের বেস্ট সানস্ক্রিন

3। Pond’s Serum Boost SPF 55 Sunscreen Cream: এই সানস্ক্রিন ট্যান এবং রোদে দাগ বিবর্ণ করতে সাহায্য করে,,সমান-টোনড গ্লো এর জন্য উজ্জ্বল করে। সানস্ক্রিনটিতে পিএ+++ রয়েছে, যা স্কিনকে হাই প্রোটেকশন দিয়ে থাকে। সব টাইপের স্কিনে ইউজ করা যায়।খুব লাইট ওয়েট হওয়ায় সানস্ক্রিনটি সহজে স্কিনে মিশে যায়। স্কিনে তেলতেলে ফিল হয় না, ফলে অয়েলি স্কিনেও ইজিলি ব্যবহার করতে পারবেন।

সানস্ক্রিনের ব্যবহার: বাইরে বের হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মেঘাচ্ছন্ন এমনকি বৃষ্টির দিনেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। শুধু মুখে নয় বরং শরীরের যেসব অংশ রোদের সংস্পর্শে আসতে পারে, সেখানেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়।

আরোও পড়ুন,

Tea Tree Oil Benefits|ত্বকের যত্নে টি ট্রি অয়েলের ব্যবহার

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *