Spread the love

Can We Wash Hair On Amavasya – অমাবস্যার সময় কি করা উচিত


হিন্দু শাস্ত্রে দুটি গুরুত্বপূর্ণ হলো অমাবস্যা ও পূর্ণিমা। একটি আলোর প্রতীক অন্যটি অন্ধকারের। একটি শুভ প্রতীক অন্যটি অশুভের। হিন্দুধর্মে অমাবস্যা নিয়ে নানা কথা রয়েছে, বাংলা মাসে একটি করে পূর্ণিমা আর একটি করে অমাবস্যা পাই। অমাবস্যা, অর্থাৎ যে দিন আকাশে চাঁদ দেখা যায় না। এগুলির মূলে কোনও শক্ত বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তা নিয়ে যদিও সংশয় আছে, অনেকেই অমাবস্যার দিন কয়েকটি কাজ না করায় বিশ্বাসী। আসুন জেনে নিই সেই কাজগুলি কী কী –


IMG_20230717_114146-1689574314929 Can We Wash Hair On Amavasya - অমাবস্যার সময় কি করা উচিত

Things not to do on Amavasya day

মানুষের চুলে লুকিয়ে রয়েছে অপার রহস্য। রয়েছে একাধিক বিধিনিষেধ। যেমন, চুল খুলে রাত্রি বেলা মহিলাদের বাইরে যেতে নিষেধ করা হয়। কারণ চুলের মধ্যে খুব সহজেই নেগেটিভ এনার্জি আশ্রয় নিতে পারে। চুলের এই বিষয়গুলি যেমন রহস্যজনক, ঠিক তেমন চুলে শ্যাম্পু করা নিয়েও নানা মত রয়েছে।

মঙ্গলবারে শ্যাম্পু করা উচিত নয়। বিশেষ করে যাঁদের রাশি চক্রে মঙ্গল নীচস্থ বা খারাপ, তাঁদের মঙ্গলবারে শ্যাম্পু একদমই করা চলে না। এছাড়াও অমাবস্যার দিন কখনোই চুলে শ্যাম্পু করা উচিৎ নয়।।


Can we take oil head bath on Amavasya


নখ কাটতে নেই

অমাবস্যার দিন বলা হয় নখ কাটতে নেই। এই দিনে আমাদের পায়ের দিকের অংশ বেশি প্রভাবিত হয়। এর ফলেই বলা হয় অমাবস্যার দিন নখ কাটতে নেই। আর অমাবস্যায় মারণ-উচাটনের মতো কাজও হয় যাতে এই নখ ব্যবহার করা হয়।


অমাবস্যায় কি করতে নেই


অপরিষ্কার করে রাখতে নেই

সংস্কার অনুযায়ী, অমাবস্যায় যেহেতু অশুভ শক্তির প্রভাব বাড়ে, তাই এই সময়ে ঘর অপরিষ্কার রাখতে নেই। অপরিষ্কার ঘরে নাকি অশুভ শক্তির প্রভাব পড়ে বেশি। এইদিন দ্রুত উঠে পরিষ্কার করে নিন।


Why not to wash hair on Amavasya


শুভ যাত্রা নয়

এই দিন কোনও শুভ কাজ না করার পরামর্শই দেওয়া হয়। একান্তই কাজ পিছিয়ে দেওয়ার অবস্থা থাকে, তাহলে এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো। আর নতুন কোনও কাজ শুরু করাও ঠিক নয়।


Can we wash hair on Purnima

আমিষ খাবেন না

পূর্ণিমার মতো অমাবস্যার এই দিনেও অনেকে বলেন আমিষ না খেতে। এই দিনটা যেহেতু অনেকে সাত্ত্বিক ভাবে কাটাতে চান, তাই এই দিন উপোস করেন অনেকে। আপনি উপোস না করতে চাইলেও নিরামিষ খাবার খেতে পারেন। মাছ মাংস পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো।।


আরোও পড়ুন,

Can We Eat Non Veg On Ekadashi – একাদশীতে কি কি খাওয়া যাবে


Tags – Hair Tips, Hair Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *