Spread the love

Castor Oil For Face – মুখের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা ও ব্যবহারের নিয়ম

IMG_20230501_113619-1682921190884 Castor Oil For Face - মুখের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা ও ব্যবহারের নিয়ম

ক্যাস্টর অয়েল ত্বকের জন্য উপকারি

আমরা তো সবাই ক্যাস্টর অয়েল চুলের যত্নে ব্যবহার করি,, কিনতু এই ক্যাস্টর অয়েল যে ত্বকের যত্নে ও ব্যবহার হয়,, সেটি কি আমরা জানি? এই তেল এক ধরনের উদ্ভিজ্জ তেল, যা ক্যাস্টর অয়েল প্ল্যান্টের বীজ থেকে তৈরি করা হয়। এটি আমাদের ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারি।
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে, তার নমনীয়তা বাড়াতে এর বিকল্প নেই। দিনে দু’বার এই তেল ব্যবহার করলে ত্বক অত্যন্ত ভাল থাকবে। যাঁরা ব্রণর সমস্যায় ভোগেন তাঁদের ক্ষেত্রেও এই তেল খুব উপকারী।।

ক্যাস্টর অয়েল মুখে ব্যবহারের নিয়ম

ক্যাস্টর অয়েলে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য বর্তমান। এটি ত্বকের জ্বালাভাব দূর করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এটি ত্বকের ফোলাভাব, ব্রণ ও আই ব্যাগ কমাতে পারে।

ত্বককে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে
ক্যাস্টর অয়েলে রয়েছে ট্রাইগ্লিসারাইড। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল কার্যকর।

IMG_20230501_113532-1682921191605 Castor Oil For Face - মুখের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা ও ব্যবহারের নিয়ম

ক্যাস্টর অয়েলের উপকারীতা

ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে
ক্যাস্টর অয়েলে বাতাস থেকে ত্বকে আর্দ্রতা শোষণ করতে পারে এবং ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে।

বলিরেখা দূর করতে
চোখের আশেপাশের ত্বকে বলিরেখা পড়ে গেলে রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল লাগান ঘষে ঘষে।
শুষ্ক ও প্রাণহীন ত্বকের যত্নে সপ্তাহে একদিন ক্যাস্টর অয়েল লাগান।

রিঙ্কেলস প্রতিরোধ করে
ক্যাস্টর অয়েলে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি ব়্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে।

ব্রণের বিরুদ্ধে লড়াই করে
ক্যাস্টর অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান। তাই ক্যাস্টর অয়েল ত্বকের ছিদ্রগুলিতে আটকে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে। যার ফলে ব্রণের সমস্যা দূরে থাকে।

শুষ্ক ঠোঁটের বিরুদ্ধে লড়াই করে
ক্যাস্টর অয়েল শুষ্ক ঠোঁটের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। চাইলে ক্যাস্টর অয়েল, নারকেল তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। এবং যদি ভ্রু তে লাগান দেখবেন ভ্রু কতো ঘনো হয়ে গেছে।।

IMG_20230501_113558-1682921191305 Castor Oil For Face - মুখের জন্য ক্যাস্টর অয়েলের উপকারীতা ও ব্যবহারের নিয়ম
আরও পড়ুন,

সুন্দর ত্বক পেতে ক্যাস্টর অয়েলের ব্যবহার

শুষ্ক মৌসুমে পা ফেটে যাওয়ার সমস্যা হয় অনেকেরই। এ ক্ষেত্রে গোড়ালিতে ক্যাস্টর তেল লাগিয়ে মোজা পরে দেখতে পারেন। শোয়ার সময় এভাবে ক্যাস্টর তেল লাগানো ভালো। সকালে কুসুম গরম জল দিয়ে গোড়ালি পরিষ্কার করে ফেলুন।

দাগ হালকা করতে
ক্যাস্টর অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড কোষকে পুনরায় জন্মেতে সহায়তা করে। এটি কোনও কাটা বা ক্ষতজনিত কারণে আপনার মুখের দাগ হালকা বা কমাতে সহায়তা করে। আপনাকে যা করতে হবে তা হ’ল এক বাটিতে ক্যাস্টর অয়েল, নারকেল তেল এবং অ্যালোভেরার জেল একসাথে মেশানো। আপনার মুখ ধুয়ে নিন এবং ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটির কিছু আপনার মুখে লাগান। এটি রাতারাতি রেখে দিন এবং পরের দিন সকালে গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝক করছে।।



Tags – Castor Oil Benefits, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *