Spread the love

আমাদের শরীর জুড়ে রয়েছে সেবেসিয়াস গ্রন্থি,, এরা সিবাম নামক তৈলাক্ত পদার্থ তৈরি করে,,, এই সেবেসিয়াস গ্রন্থিগুলি আমাদের মুখ, মাথার ত্বকে ঘনীভূত হয়। সাধারণত, সিবাম লোমের উপরে উঠে জমা হতে থাকে। এই জমে থাকা তৈলাক্ত পদার্থটি ময়লা এবং মৃত ত্বকের কোষগুলির সাথে মিশ্রিত হয়, তখন তারা ফলিকলগুলিকে আটকে রাখে। তখন এটি ব্রণ গঠনের দিকে পরিচালিত করে। ব্রণ একটি ত্বকের অবস্থা যা ত্বকে লোমকূপ জমাট বাঁধার কারণে হয়। এই আটকে থাকা ছিদ্রগুলিতে বেড়ে ওঠা ব্যাকটেরিয়া সংক্রমণ এবং ত্বকের প্রদাহ সৃষ্টি করতে পারে। কপালে , গালে, নাকে ব্রণ বেশি হয়…..

IMG_20240524_114444 Causes Of Acne On The Face: গরমে মুখে ব্রণ হওয়ার ৫ কারণ

গরমে ব্রণ হওয়ার কারণ কি

গরমকালের ব্রণ হওয়া থেকে কীভাবে আটকাবেন —

*গরমকালে ত্বকের ধরন বুঝে মুখ পরিষ্কার করতে হবে। *বাইরে থেকে এসে মুখ ধুতে হবে।

* দিনের বেলায় সব সময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

* গরমে ত্বক সতেজ রাখতে টোনার ইউজ করতে হবে।

*লোমকূপ উন্মুক্ত রাখতে ভারী লোশন, ক্রিম ব্যবহার বাদ দিতে হবে।

ছেলেদের মুখের ব্রণ হওয়ার কারণ

* গরমকালে বাড়তি চিনিযুক্ত পানীয় বা গরম চা কফি থেকে বিরত থাকতে হবে।

*মুলতানি মাটির ফেসপ্যাক: গরম কালে ব্রণর থেকে মুক্তি পেতে ফেস প্যাক ইউজ করতে হবে। এর জন্যে একটি ছোট পাত্রে ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করতে হবে। এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট রাখতে হবে। তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মুলতানি মাটি ব্রণর সমস্যা দূর করতে সাহায্য করে। ত্বক পরিস্কার রাখতে এবং ব্রণর দাগ সারিয়ে তুলতেও এটি ব্যবহার করা যেতে পারে।

মুখে ব্রণ হওয়ার কারণ ও প্রতিকার

*টমেটোতে রয়েছে ভিটামিন সি, এ এবং কে সমৃদ্ধ। এই সব গুণই ত্বকের pH ভারসাম্য বজায় রাখে এবং ব্রণর প্রকোপ কমায়। এক চামচ টমেটো পেস্ট ও সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে মুখে অ্যাপ্লাই করুণ,, সপ্তাহে দুদিন ইউজ করুন।।।

আরোও পড়ুন,

Hair Removal At Home: ঘরোয়া উপায়ে লোম তোলার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *