Spread the love

Chocolate Birthday Cake Recipe : চুলায় চকলেট কেক বানানোর রেসিপি


জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী অথবা কিছু সেলিব্রেট করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে এখন কেকের আয়োজন থাকবেই। আর অত টাকা খরচ না করে কেক যদি ঘরেই তৈরি করা যায় মন্দ কী। অনেক ধরনের কেকের মধ্যে ছোট-বড় সবারই প্রিয় হচ্ছে চকলেট কেক। চকলেট কেক তৈরি করতে পারেন ঘরেই। তাই আপনাদের জন্য থাকলো হেলদি চকোলেট কেকের সহজ রেসিপি।


IMG_20230803_120553-1691044563197 Chocolate birthday cake recipe : চুলায় চকলেট কেক বানানোর রেসিপি

Extra special birthday cake recipes


চকোলেট কেক তৈরির উপকরণ


ডিম- ২ টি

ময়দা- ১ কাপ বা ২৫০ গ্রাম

দুধ-১ কাপ

চিনি- ১ কাপ

তেল- ১০০ গ্রাম

বেকিং- পাউডার ১/২ চা-চামচ

ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

কোকো পাউডার- ১ চা-চামচ

চকলেট- ১টি (নরমাল সাইজের)


Best chocolate cake recipe


প্রনালী

এক কাপ ময়দা নেবেন। এরপর তাতে মিশিয়ে দিন এক কাপ চিনির গুঁড়ো। মিশিয়ে দিন এক কাপ সাদা তেল। ডিম ফাটিয়ে দিয়ে দিন। তার সঙ্গে আধ কাপ দুধও আপনি মিশিয়ে দিতে পারেন। তবে ঠাণ্ডা দুধ।। এরপর ভ্যানিলা এসেন্স দিন। বেকিং সোডা মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ব্যাটার তৈরি হলে বেক প্যানে ঢেলে নিন। মাইক্রোওয়েভে বেক করুন। ১৮০ ডিগ্রির ওভেনে ১০-১৫ মিনিটের জন্য প্রথমে বসিয়ে দেবেন। কিছুক্ষণ পরে টূথপিক ঢুকিয়ে চেক করে দেখুন। যদি দেখেন কাঠিতে কিছু লেগে নেই তাহলে ওভেন অফ করে দিন। আর যদি না হয় তাহলে ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট দিয়ে আবার রেখে নামাবেন।


homemade chocolate cake recipe


এবার চকোলেট ভাল করে কুচি করে নিন।এবার গরম দুধ ঢেলে মিক্স করে অনেকটা ঘন মত তৈরি করে নিন । এবার গরম থাকতে থাকতে কেকের উপরে ঢেলে কেক কভার করে দিন । এরপর ফ্রিজে রেখে দিন ১-২ ঘন্টার জন্য। ঠান্ডা হলে সুন্দর সেট হয়ে যাবে।এবার পছন্দ মত ফুল বা ক্রিম দিয়ে সাজিয়ে নিন ।


চকোলেট ক্রিম তৈরির জন্য

চিনি-আধ কাপের কম

তেল- আধ কাপ

ব্ল্যাক কফি- ১ চা চামচ

কোকো পাউডার- ১ চা চামচ

গলানো চকলেট-১ টি বড় কাপ


ক্রিম তৈরির প্রণালী

প্রথমে তেল ও চিনি ডিপফ্রিজে রেখে হালকা জমিয়ে নিন ।তারপর বের করে কোকো পাউডার, চকোলেট ও ভ্যানিলা চকোলেট আইসক্রিম মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। প্রায় ১০ মিনিট,,সবশেষে একে কেকের উপরে ঢেলে মাইক্রোওভেনে হাই পাওয়ারে ২০ সেকেন্ড বেক করুন। কেকটিকে ফ্রিজে রেখে কিছুক্ষন ঠাণ্ডা করুন যেন ক্রিম কেকের উপর ঠিকমতো জমাট বাঁধে। ফ্রিজ থেকে বের করে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করুন।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *