Spread the love

দেখতে দেখতে চলে এলো ক্রিসমাস…. বছরের শেষ উত্‍সবে সাজের ব্যাপারে কখনও ত্রুটি রাখা যাবে না। সবথেকে বেশি কুলিং একটা লুক ক্রিয়েট করতে হবে।। তাই ক্রিসমাসে একচু একস্ট্রা আনন্দ করে পুরো বছরের সেরা অনুভূতি সঞ্চয় করা অবশ্যই দরকার। যে কোনও উত্‍সবেই সুন্দর ও আকর্ষণীয় ড্রেস কোড মাস্ট। ফেস্টিভ মুডের জন্য ফ্যাশনেবল যেমন ড্রেস চাই তেমনি সেই ড্রেস যেন আরামদায়কও হতে হবে। মানানসই ফ্যানেবল পোশাক ও তার সঙ্গে মেকআপেই যেন উত্‍সবের রঙ আরও উজ্জ্বলতা পায়।

বড়দিন মানেই লাল সাদা ও সবুজ রঙের ছোঁয়া। অফিস ক্রিসমাস পার্টি, হাউস পার্টি বা আরও অনেক ঘরোয়া আয়োজনে এদিন লাল ও সবুজের গুরুত্বই আলাদা। একটি রঙের ড্রেস বেছে নিতে পারেন আবার ডুয়েল কালারের ড্রেসও ভাল যায়। ক্লাসিক ক্রিসমাসের রঙগুলিকে যে কোনও কনট্রাস্টের সঙ্গে মিলিয়েও নজর কাড়তে পারেন।

প্লেইড- প্লেইড শার্ট, প্যান্ট ও স্কার্ট হল ক্লাসিক লুক। সারা বছর যে কোনও পার্টিতে পরা যায়। পার্টিতে যদি আরামদায়ক কোনও ড্রেস পরতে চান, তাহলে এইধরনের পোশাক বেছে নিতে পারেন। ক্রিসমাস মানেই উজ্জ্বল ও ঝকমকে পোশাক চাই, এমন কোনও কথা নেই। সাদা, কালো, লাল, সবুজ রঙের সংমিশ্রণেই দেখতে সুন্দর লাগে। সাদা-কালো, কালো-লাল, সাদা-লাল, লাল-সবুজ, সাদা-সবুজ রঙের টপস ও লেদার বা ডেনিমের জিন্স পরতে পারেন।

কালো ও লাল রঙের একটি প্লেইড স্কার্ট পরার পরিকল্পনা করলে তার সঙ্গে কালো টপ বা সোয়েটার মিলিয়ে বেছে নিতে পারেন। সঙ্গে একজোড়া স্টকিংস বা বুট পরতে পারেন। তাতে বোল্ড লুক আসবে।

এমন সাদা হাইনীক এর সঙ্গে শর্ট স্কার্ট পরতে পারেন,, স্টাইলিস্ট একটা হেয়ার স্টাইল দিয়ে।। দারুন মানাবে।।

আরোও পড়ুন,

Sex Power Food: বিছানায় আগুন ধরাতে, পাতে রাখুন সেক্স বৃদ্ধির খাবার

Mental Health: আপনি কি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন? মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় জেনে নিন | মানসিকভাবে সুস্থ ব্যক্তির বৈশিষ্ট্য

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *