Spread the love

কথায় আছে ( Old Is Gold ) ….. এখন কতো কি তেল বেরিয়ে গেছে তবে নারকেল তেল চিরকালীন সেরা….. চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খেয়াল রাখে নারকেল তেল,, আপনি যদি ঘরোয়া টোটকায় চুলের যত্ন নিতে চান, তাহলে লেবুর রস ও নারকেল তেলই এখন সেরা। এতে কোনও রকম ক্ষতিকারক কেমিক্যাল নেই।

IMG_20240527_110407 Coconut Oil For Hair: চুল পড়া বন্ধ করা তেলের নাম

যে তেল ব্যবহারে চুল পড়া কমবে

নারকেল তেলের উপকারিতা- নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়া নারকেল তেল চুলের ফলিকলকে ময়েশ্চারাইজড করে এবং দূষণের হাত থেকে রক্ষা করে। স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করলে রক্ত সঞ্চালন উন্নত হয়।

*লম্বা চুল পেতে- চুলের বৃদ্ধিতে সাহায্য করে নারকেল তেল। এছাড়াও এটি স্ক্যাল্পে মাখলে তা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। একটি পাত্রে নারকেল তেল হালকা গরম করে স্ক্যাল্পে আঙুল দিয়ে লাগান। তা ১ ঘণ্টা পরে শ্যাম্পু মেখে তুলে নিন।

নতুন চুল গজাতে সাহায্য করবে নারকেল তেল

*চুলের ডিপ কন্ডিশনিং– নারকেল তেলকে ডিপ কন্ডিশনিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে নারকেল তেল।

*রোদ থেকে বাঁচায়-; নারকেল তেলে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি খুশকি দূর করতে সাহায্য করে।

কীভাবে নতুন চুল গজাবে ৫ টিপস্

*চুলের বৃদ্ধিতে কীভাবে মাখবেন তেল– নারকেল তেল লাগিয়েই চুলে শ্যাম্পু করে ফেললে পাবেন না কোনও উপকার। নারকেল তেল গরম করে স্ক্যাল্পে তা লাগালে তবেই আসবে চুলে জেল্লা ও বৃদ্ধি।

আরোও পড়ুন,

Curd Face Pack Benefits: গরমে টক দই দিয়ে রূপচর্চা

চুলে যত্নে যেভাবে নারকেল তেল ও লেবুর রস ব্যবহার করবেন- নারকেল তেল ভিটামিন ই ক্যাপসুল ও লেবুর রস একসঙ্গে ব্যবহার করলে আপনি চুল পড়া, খুশকি, স্ক্যাল্পে চুলকানির সমস্যা থেকে সহজেই রেহাই পেয়ে যাবেন। ১ ঘণ্টা রেখে দিন। তারপর হার্বা‌ল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার লাগিয়ে নিন।

আরোও পড়ুন,

Summer Healthy Drink: গরমে স্বস্তি পেতে সেরা ৩ পানীয়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *