Spread the love

Coffee Face Pack Benefits : কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

গরম গরম শুধু কফি খেলেই চলবে না এর যে আরও অনেক ব্যবহার রয়েছে সেটা তো জানতে হবে নাকি,, আপনারা কি জানেন ত্বকের যত্নেও কফি দারুণ কার্যকর। কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কফির ফেস প্যাক ব্যবহার করলে জমে থাকা মৃতকোষগুলিকে দূরে সরিয়ে ত্বককে আরও মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।।


IMG_20230505_133356-1683273906870 Coffee Face Pack Benefits - কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

Coffee Face Mask Benefits

বয়সের সঙ্গে ত্বকে দাগছোপ দেখা দিতে শুরু করে। সেটি দূর করতে কফির গুঁড়ো প্যাক বানিয়ে নিন। তাতে লেবুর রস আর মধু মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিন। রোজ নিয়ম করে স্নানের আগে এই প্যাক লাগিয়ে রাখুন। মিনিট পাঁচেক রাখলেই হবে। দেখবেন ত্বকের দাগছোপ দূর হয়ে বাড়বে জেল্লা।

কফি পাউডার দিয়ে রূপচর্চা


ত্বকে ফর্সা ভাব আনতে কফি ফেস প্যাক

কফিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের মধ্যে শুষ্কতা, বলিরেখা, কালো ছোপ দূর করতে একটি ফেস প্যাক বানাতে পারেন। কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-মাইক্রোবাইয়ালের সম্পদ। যাঁদের মুখে ব্রণ হওয়ার প্রবণতা তারা অবশ্যই এটি ব্যবহার করুন।।


Coffee Face Mask Benefits For Acne


IMG_20230505_133437-1683273906294 Coffee Face Pack Benefits - কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

Coffee Face Mask Benefits For Sencitive Skin

১/ কীভাবে করবেন- একটি পাত্রে কফি পাউডার,নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানান। পরিস্কার মুখের মধ্যে ওই প্যাকটি ভাল করে ব্যববাহ করুন। ১০ মিনিট রাখার পর স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলবেন। সপ্তাহে একবার ব্যবহার করলেই মিলবে সুফল।


২/ কফি, মধু এবং দুধ

১ চা চামচ কফি, ১ টেবিল চামচ মধু এবং দেড় চা চামচ দুধ মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি আপনার মুখ এবং গলায় সমানভাবে প্রয়োগ করুন। ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক কতো সুন্দর হয়ে গেছে।।


কফি ফেস প্যাক ফর স্কিন হোয়াইটেনিং


IMG_20230505_133410-1683273906588 Coffee Face Pack Benefits - কফি দিয়ে ফর্সা হওয়ার উপায়

কফি মুখে দিলে কি হয়

৩/ কফি,এবং দই

১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ দই ভাল করে মিশিয়ে মুখ ও গলায় লাগান। ২-৩ মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করার পর ১৫ মিনিট প্যাকটি মুখে রেখে দিন। এবার জলে ধুয়ে ফেলুন।


৪/ কফি এবং অ্যালোভেরা জেল

১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ত্বকে লাগান। ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ২৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।


কফির ফেসপ্যাক কিভাবে বানাবো


৫/ কফি, ওটস ও দই দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। একটি পাত্রে পরিমাণ মতো কফি নিন। তাতে মেশান ওটস। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল।।


আরও দেখুন,

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ফেসপ্যাক



Tags – Coffee Face Pack Benefits , Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *