Spread the love

Coffee Face Pack For Oily Skin – তৈলাক্ত ত্বকের যত্নে কফি ফেস প্যাক


শুধু কি সকাল বিকাল কফি খান? সকালে উঠেই ধোঁয়া ওঠা কফি বা অফিসে গরম গরম কফির চুমুকে কাজের মজা নেওয়া স্বাভাবিক ঘটনা। কফির ফেসপ্যাকেই সুস্থ থাকবে ত্বক! ঘরোয়া উপায়ে ফেস প্যাক বানাবেন কীভাবে, জানুন-

কফিতে রয়েছে, দুর্দন্তা এক্সফোলিয়েটর ও এর কারণে শরীরের রক্ত সঞ্চালনে উন্নতি ঘটাতে সাহায্য করে, যা ব্রণ, সেলুলাইটকে হ্রাস করে। কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কফির ফেস প্যাক ব্যবহার করলে মুখমন্ডলের মধ্যে জমে থাকা মৃতকোষগুলিকে দূরে সরিয়ে ত্বককে আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়।


IMG_20230407_121336-1680849826552 Coffee Face Pack For Oily Skin - তৈলাক্ত ত্বকের যত্নে কফি ফেস প্যাক

Coffee Face Pack For Skin Whitening


কফির উপকারিতাঃ

কফির মধ্যে থাকা আন্টি-অক্সিডেন্ট ত্বকের কালো ও রোদে পুড়া দাগকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলতে পারে নিমিশেই। কফি ত্বক হতে অনমনীয়তা দূর করে দিয়ে ত্বককে নমনীয় ও টানটান করে তুলে।

সব ধরনের স্কিনের জন্যই কফির ফেস প্যাক ব্যবহার করা যায় ।

কফি দিয়ে ফেস প্যাক

উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া উপায় কীভাবে কফির ফেস প্যাক বানাবেন , দেখে নিন এখানে

১/ কী কী লাগবে- ১ টেবিল স্পুন কফি পাউডার, ১ ১/২ টেবিল স্পুন কাঁচা দুধ , এক চামচ লেবুর রস


কীভাবে করবেন- একটি বোলের মধ্যে কাঁচা দুধ কফি পাউডার দিয়ে লেবুর রস ভাল করে মিশিয়ে নিতে হবে। মুখমণ্ডলের মধ্যে ব্যবহার করার আগে মুখটি ভাল করে পরিস্কার করে নিন। এবার এই ফেস প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।


Coffee Face Pack For pimples

২/ কফিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের মধ্যে শুষ্কতা, বলিরেখা, কালো ছোপ দূর করতে একটি ফেস প্যাক বানাতে পারেন।


কী কী লাগবে- ১ টেবিলস্পুন কফি পাউডার, ১ টেবিলস্পুন হলুদ ও ১ টেবিলস্পুন দই


কী ভাবে করবেন- একটি বোলে দই, হলুদ ও কফিপাউডার ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ না গাঢ় হয়ে উঠছে, ততক্ষণ ব্লেন্ড করতে থাকুন। পরিস্কার মুখে ও গলাতে প্যাকটি উপর থেকে নীচে, এই মোশনে ব্যবহার করুন।১০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।


Coffee Face Pack homemade


IMG_20230407_121319-1680849826932 Coffee Face Pack For Oily Skin - তৈলাক্ত ত্বকের যত্নে কফি ফেস প্যাক

কফি দিয়ে ত্বকের যত্ন

৩/ এই ফেইসপ্যাকটি ত্বক হতে অতিরিক্ত তৈল শোষণ করে নিবে এবং এটি ত্বকের ভারসাম্য বজায় রেখে ত্বক হতে ব্রণকে দূর করে দিয়ে ত্বককে উজ্জ্বলতা দান করবে।


কফি পাউডার – ১ চামচ

চিনি -১ চামচ

ওলিভ ওয়েল

ধাপঃ

১.একটি পরিস্কার বাটিতে কফি পাউডার, চিনি ও (olive oil) নিয়ে সবগুলো উপাদান একসাথে খুব ভাল করে মিশিয়ে নিন।


২.সবগুলো উপাদান মিশে গেলে তৈরী হয়ে যাবে স্ক্রাবার (scrubber)। স্ক্রাবার নিয়ে মুখের মধ্যে আস্তে আস্তে আলতু করে ৫ মিনিট ম্যাসাজ করুন । এতে করে আপনার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ও ত্বক সুস্থ্য হয়ে ওঠবে ।


৩. স্ক্রাব করার পর কুসুম গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন ।।


কফি মুখে দিলে কি হয়


৪/ দুধ , চালের গুড়া ও কফির ফেসপ্যাকঃ

এই ফেইসপ্যাকটি আপনাকে সুন্দর করে তুলার পাশাপাশি ত্বকের সমস্ত রকম ব্রণ, ব্রণের দাগ, রোদে পুড়া কালো দাগ দূর করে দিয়ে আপনাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে ।


ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ


কফি পাউডার -১ চামচ

চালের গুড়া – ১ চামচ

কাঁচা তরল দুধ – ৪ চামচ

ভিটামিন ই ক্যাপসুল ১ টি


IMG_20230407_121300-1680849827383 Coffee Face Pack For Oily Skin - তৈলাক্ত ত্বকের যত্নে কফি ফেস প্যাক
আরও পড়ুন,


ফেসপ্যাক কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ


১.একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান নিয়ে একসাথে খুব ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।


২.প্যাক তৈরি হয়ে এলে ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে চোখ ও ঠোঁট ছাড়া সারা মুখে লাগান।প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।


৩.১৫ মিনিট পর মুখ ৩ মিনিট মত হালকা ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫/ পেঁপের স্ক্রাব

তৈলাক্ত ত্বকের জন্য পেঁপে দারুন একটি উপাদান। কারণ এতে থাকা এনজাইমগুলো ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বককে ক্লিনিং করে।

এর জন্য শুধু পাকা পেঁপে গলিয়ে নিয়ে তাতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। এর পর সেটি ত্বকে ও ঘাড়ে লাগিয়ে কিছুক্ষন ম্যাসাজ করুন। পরে জল দিয়ে ধুয়ে ফেলেই পাবেন তেলহীন ক্লিন ত্বক।


Tags – Skin Care, Face Pack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *