Ingredient: চুলের যত্নে আজও প্রাচীন কালের ঘরোয়া টোটকা গুলো কাজে আসে…. এখন যতো রকমের তেল শ্যাম্পু আসুক না কেনো ঘরোয়া পদ্ধতিতে বানানো তেল চুলের হাজারো সমস্যা রোধ করে…… হেঁশেলের মাত্র একটি উপাদান দিয়েই চুলের যত্ন নেওয়া যায়। আর সময় দরকার মাত্র ৩০ মিনিট। পাশাপাশি চুলের একাধিক সমস্যাও কমবে। চুলের ঘনত্ব ও বাড়বে —-
1। দই ও মেথির হেয়ার মাস্ক: মেথি দানা চুলের জন্য বেশ উপকারী। এর মধ্যে রয়েছে আয়রন ও প্রোটিন,, এই দুই প্রয়োজনীয় পুষ্টি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে মেথি। খুশকি দূর করে মেথি দানা পেস্ট করে তাতে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। দেখবেন আপনি নিজেই ফলাফল পেয়েছেন।
হেয়ার প্যাকের উপকারিতা
2। নারকেল তেল যে চুলের যত্নে কতটা উপকারী, তা আর আলাদা করে বলার নেই।।। এই তেলের সঙ্গে ৩-৪ টেবিল চামচ শুকনো মেথি দানা নিন ও টক দই নিন ,, এই মিশ্রণ ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবেন। চুলের ডগা পর্যন্ত লাগাবেন। এই হেয়ার মাস্ক চুলে লাগালে আপনার চুল পড়ার সমস্যা খুব তাড়াতাড়ি কমে যাবে। এছাড়াও লম্বা ও ঘন চুল হতে খুব বেশি সময় লাগবে না।
বেস্ট ঘরোয়া হেয়ার প্যাক
3। চুলের সবচেয়ে বড় শত্রু হল খুসকি। প্রোটিন আর ভিটামিন বি5-এ ভরপুর দই আপনার স্ক্যাল্পে আর্দ্রতা জোগানোর পাশাপাশি খুসকির সমস্যাও দূর করে। দইয়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াধর্মী গুণ মাথার তালুর চুলকুনি আর জ্বালাভাব কমায়। দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে অ্যাপ্লাই করুন,,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
যেভাবে অ্যাপ্লাই করবেন –হেয়ার মাস্ক লাগানোর আগে চুল ভাল করে আঁচড়ে নিন। চুলের জট ছাড়িয়ে নিন। ৩-৪ ভাগে চুল ভাগ করে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত হেয়ার মাস্ক লাগিয়ে নিন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করুন। শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। তারপর শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। শ্যাম্পু করে সিরাম অবশ্যই ব্যবহার করবেন।
আরোও পড়ুন,
How To Increase Hair Density Female: ১০ দিনে পাতলা চুল ঘনো করার উপায়