চোখের নীচের কালো দাগ মুখের সৌন্দর্য্য নষ্ট করে দেয়…. অনেক কিছু ব্যবহার করেও ফল মিলছে না?? চিন্তা নেই ঘরোয়া উপাদানে দূর হবে চোখের নিচের কালো দাগ। জেনে নিন কিভাবে ঘরোয়া উপাদানে চোখের নিচের কালো দাগ দূর করবেন-
1। টমেটো ও লেবুর প্যাকটমেটোর রস ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। এক টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর চোখের যে অংশে কালো দাগ সে অংশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে।
ডার্ক সার্কেল দূর করার উপায়
2। আলুর রসআলুতে রয়েছে ভিটামিন ‘সি’ ও এনজাইম, যা চোখের নিচের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আস্ত আলু গ্রেট করে রস বের করে নিতে হবে। একটি কটন বলের সাহায্যে আলুর রস চোখের কালো অংশে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে দিতে হবে।
3। আমণ্ড অয়েলআমণ্ড অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’, যা চোখের কালো দাগ দূর করে ত্বককে ভালো রাখে।রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে আমণ্ড অয়েল ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করে রেখে দিতে হবে। সকালে ধুয়ে ফেলতে হবে।
ডার্ক সার্কেলের ঘরোয়া প্রতিকার
4। ঠাণ্ডা দুধঠাণ্ডা দুধের সর চোখের কালো দাগ দূর করতে ভীষণ ভালো কাজ করে। হাতের সাহায্যে দুধের সর নিয়ে চোখের কালো দাগের অংশে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে কয়েকবার লাগালে চোখের নিচের কালো দাগ কমে যাবে।
5। কফি গুঁড়ো: কফি গুঁড়ো ও এলোভেরা জেল মিশিয়ে চোখের নীচে লাগিয়ে রাখুন,, তারপর এই পেস্টটি চোখের নিচে ম্যাসাজ করুন ২ থেকে ৩ মিনিট। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই পেস্ট লাগালে আপনার চোখের সৌন্দর্য আবার ফিরে পাবেন।
আরোও পড়ুন,
How To Remove Dark Spots: মুখের কালো দাগ দূর করার সহজ উপায়