এখনকার দিনে ডার্ক সার্কেল’ সবচেয়ে বড়ো সমস্যা,,, যেটি সব বয়সের মহিলা ও পুরুষদের জন্য একটি বড় উদ্বেগের। চোখের নীচে কালো ছোপ বা ডার্ক সার্কেল থাকলে আরও বয়স্ক দেখায়। দেখতে কেমন বিচ্ছিরি লাগে। চোখের নীচের ত্বকটি সবচেয়ে পাতলা হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে এটিকে সহজে কালো ছোপ হওয়ার ঝুঁকি তৈরি করে।
স্থায়ীভাবে ডার্ক সার্কেল দূর করার উপায়
ডার্ক সার্কেল দূর করার জন্য ভিটামিন বি এবং সি যুক্ত খাবার বেশি করে খাওয়া উচিৎ। যেমন – কমলা, লেবু, জাম্বুরা, তরমুজ ইত্যাদি ফলেও থাকে পর্যাপ্ত ভিটামিন সি। তাই এ ধরনের ফল খাবারের তালিকায় যোগ করলে উপকার পাওয়া যেতে পারে। এর পাশাপাশি ডার্ক সার্কেল দেখা দিলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে হবে।
আন্ডার আই লাইটেনিং এবং গ্লো ক্রিম : একটি ভালো মানের আন্ডার আই ক্রিম ডার্ক সার্কেল এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। এর হাইড্রেটিং উপাদানগুলি ফোলাভাব প্রশমিত করতে সাহায্য করে। হাইড্রেটিং অণুগুলি দীর্ঘস্থায়ী হাইড্রেশনের জন্য ত্বকে আর্দ্রতা টেনে নেয়।
কিভাবে 2 দিনে ডার্ক সার্কেল দূর করবেন
✓ ডার্ক সার্কেল কমানোর সবচেয়ে সহজ ও সেরা প্রতিকার হল ঘুম। স্বাস্থ্যকর খাওয়া, হাইড্রেটেড থাকা এবং সঠিক পরিমাণে ঘুম পাওয়া আপনার চোখের জন্য গুরুত্বপূর্ণ।
✓ বরফের সেঁক- দীর্ঘক্ষণ যারা কাজ করে রাত জেগে তাদের এই সমস্যা আসে। আর তাই শসার রস বের করে তা ফ্রিজে রেখে ঠান্ডা করে তুলো দিয়ে লাগাতে পারেন। অথবা তুলোর মধ্যে বরফ চেপে চোখে সেঁক দিতে পারেন।
✓ টমেটো: ডার্ক সার্কেল কমাতে টমেটো একটি চমৎকার এক্সফোলিয়েটিং এজেন্ট তৈরি করে। রূপচর্চার ক্ষেত্রে এটি একটি কার্যকরী উপাদান। টমেটোর রস মিশিয়ে প্রতিদিন চোখের নিচে ম্যাসাজ করুন। টোনারটি প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন এবং এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
চোখের নিচে ডার্ক সার্কেল দূর করার উপায়
✓ গ্রেট করা আলু : কাঁচা আলুর টুকরো চোখের ওপর দিয়ে রাখুন ১০ মিনিট,, এটি ডার্ক সার্কেল হালকা করতে এই উপাদান অনেকেই ব্যবহার করে থাকেন। এটি বেশ কার্যকরী।
ডার্ক সার্কেল দূর করার জন্য কি করতে হবে
✓ চোখের নিচের কালো দাগ দূর করবে ঠান্ডা দুধের সর ,, তুলোর সাহায্যে চোখের নিচে লাগান। দিনে দু’বার এটি করলে দ্রুত ফল পাবেন।
আরোও পড়ুন,
Holi Skin Care|রঙ খেলার পর ত্বকের যত্ন নাওয়ার টিপস্