Spread the love

দেখতে দেখতে নভেম্বর এলো চলে…গরম পেরিয়ে এলো শীত… এখন শুরু হবে বিয়ের মরশুম… এখন আবহাওয়ার খামখেয়ালিপনায় ত্বকের উপর অনেক প্রভাব পড়বে। কিংবা যাদের কালো ত্বক তাদের ত্বক আরো কালো দেখাবে,,, কখনও ঠান্ডা কখনও গরমে ত্বক তার নিজস্ব আর্দ্রতা হারাচ্ছে,,বাইরে দূষণ আর অফিসের মধ্যে এয়ার কন্ডিশন। এর কারণে চামড়া অনেক বেশি কুঁচকে যাচ্ছে। মুখে কালো দাগ ছোপ বাড়ছে। কিন্তু আপনি যদি চান ঘরোয়া উপায় ফলো করে ত্বকের যত্ন নিবেন কিংবা কালো ত্বক ফর্সা করবেন,, তাহলে দেখুন কার্যকারী টিপস্ —

IMG_20241109_172844 Dark Skin Facial: কালো ত্বক ফর্সা করার ফেসিয়াল

বাড়িতে করে নিতে পারেন ৫ ফেসিয়াল,, যা আপনার ত্বককে করে দিবে উজ্জ্বল, সতেজ…

1। টম্যাটো ফেসিয়াল: টম্যাটো ফেসিয়াল খুবই কার্যকরী। এতে থাকা কার্যকারী উপাদান ত্বকের ময়লা দুর করে। ত্বকের মৃত কোষ দূর করে। একটা টম্যাটো চটকে রস বার করে তাতে মেশান মধু ও কফি। মুখে লাগান ৫/৭ মিনিট ধরে ম্যাসাজ করুন,, এতে বেরিয়ে আসবে চেহারার সমস্ত দূষণ ও ময়লা। উজ্জ্বল হবে ত্বক।

2। হাফ চামচ নারকেল তেল, ৩ চামচ কাঁচা দুধ আর এক চিমটে হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান,, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কিভাবে ফর্সা ত্বক পাবেন

3। পাকা কলার পুষ্টিগুণে উজ্জ্বল হবে ত্বক। পাকা কলার সঙ্গে অলিভ ওয়েল মিশিয়ে মিহি করে চটকে নিন। তারপর মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

4। আলুর রস: প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখের যে জায়গায় কালো দাগ রয়েছে, তার উপর আলুর রস ও এলোভেরা মিশিয়ে লাগিয়ে শুয়ে পড়ুন। কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে।

নিখুঁত ত্বকের ফেসিয়াল

5। বেসনের ফেইস প্যাক: বেসন সব সময় আমাদের ত্বকের রঙ উজ্জ্বল করে ত্বককে তরুণ রাখতে সাহায্য করে। বেসনের সাথে গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান আর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সান ট্যান দূর করে ত্বক ফর্সা করে তুলবে। সব ধরনের ত্বকের সাথে মানানসই এই ফেইস প্যাক।

আরোও পড়ুন,

Exfoliation For Face: ত্বকের ময়লা দুর হবে প্রাকৃতিক স্ক্রাবের সাহায্যে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *