Day Cream For Oily Skin |মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম
Which cream is good for oily skin for daily use
আপনার ত্বক যদি শুষ্ক ও রুক্ষ হয় অথবা তৈলাক্ত হয় তবে সেই ত্বকের উপর নির্ভর করে ক্রিম ব্যবহার করতে হবে। প্রথমে নিজের ত্বকের ধরণ বুঝতে হবে। তারপর ত্বকের ধরনের সাথে মিলিয়ে সঠিক ডে ক্রিমটি নিজের জন্য বেছে নিতে হবে। যেকোনো ঋতুতেই ত্বকের সুরক্ষার জন্য সঠিক ডে ক্রিম বেছে নেয়া জরুরি। ডে ক্রিম এমন হওয়া উচিত যা দিনের সারাটা সময় ত্বকের ওপরে একটি সুরক্ষা তৈরি করতে পারে। আজ দেখে নিন –
Can oily skin use cream
তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিমঃ
গরমের সময় তৈলাক্ত স্কিনের জন্য অনেকেই স্কিনের নানা সমস্যায় পড়েন। এমনিতে তৈলাক্ত ত্বক (Oily skin) অনেকের বিরক্তির কারণ।
ডে ক্রিম ব্যবহারের নিয়মঃ
ডে ক্রিম ব্যবহারের আগে অবশ্যই সাবান অথবা ফেসওয়াশ দিয়ে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে। তারপর সম্পূর্ণ মুখে ডে ক্রিমটি খুব ভালভাবে মিশিয়ে দিবেন। ডে ক্রিমে সানস্ক্রিনের অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যাফেইন জাতীয় পদার্থ থাকে। ফলে ত্বকের ডেড স্কিন সহজেই দূর হয় এবং সতেজ ভাব ফুটিয়ে তুলে।
Which cream is best for oily skin for daily use in India
১/ Simple স্কিন লাইট ময়েশ্চারাইজার ক্রিম পারফেক্ট
এটি পারফেক্ট ফর রেগুলার ইউজ
সফট এন্ড ফ্রেশ
স্কিন ময়েশ্চারাইজ করে
ভিটামিন বি ৫ এবং ভিটামিন ই রয়েছে।।
আপনার সারা মুখে আলতো করে ম্যাসাজ করুন,,তৈলাক্ত উজ্জ্বলতা দূর করে এবং ছিদ্র শক্ত করে। ত্বককে একটি মখমল মসৃণতা এবং সতেজতা দেয়। মেক-আপের জন্য বেস ক্রিম হিসাবে উপযুক্ত।
তৈলাক্ত ত্বকের জন্য ফর্সা হওয়ার ক্রিম
২/Himalaya স্কিন কেয়ার ময়েশ্চারাইজিং ডে ক্রিম
স্কিন ময়েশ্চারাইজ করে
সফট এন্ড ফ্রেশ
পারফেক্ট ফর রেগুলার ইউজ
সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত
এছাড়াও মেকআপের বেস হিসাবে ব্যবহার করতে পারেনটেক্সচারটি মাঝারি ওজনের কিন্তু ত্বকে সহজেই ছড়িয়ে পড়ে। মনোরম সুবাস সঙ্গে. ভালোভাবে ময়েশ্চারাইজ করে।
পুরুষের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম
৩/.Pond’s স্কিন ময়েশ্চারাইজার ডে ক্রিম
সফট এন্ড ফ্রেশ
স্কিন ময়েশ্চারাইজ করে
পারফেক্ট ফর রেগুলার ইউজ
সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত
নরম এবং সতেজ ত্বকের জন্য প্রতিদিন ব্যবহার করুন
সিবামের নিঃসরণকে সংশোধন করে, উপকারী ত্বকের মাইক্রোফ্লোরার ভারসাম্য বজায় রাখে। ত্বকের পৃষ্ঠ এবং রঙকে সমান করে এবং এটিকে একটি সমান ম্যাট টোন দেয়। রচনাটিতে নিয়াসিনামাইড (ভিটামিন বি 3) রয়েছে, যা স্ট্র্যাটাম কর্নিয়ামের এক্সফোলিয়েশনের হার বাড়িয়ে ছোট ছোট দাগ এবং ব্রণ-পরবর্তী উপাদানগুলিকে মসৃণ করতে সহায়তা করে।
আরোও পড়ুন,