CID Freddy Death :জনপ্রিয় সনি টিভি শো সিআইডি-তে ফ্রেডরিক্স চরিত্রে অভিনয় করেন দিনেশ ফাডনিস…. আমাদের সকলের চেনা মুখ সুপরিচিত অভিনেতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে দিনেশ ফাডনিস মারা গেছেন। তার সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত ১২.০৮ মিনিটে দীনেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
গত সপ্তাহে দীনেশ একটি শোনা আক্রমণের শিকার হোন ।। এবং তিনি লিভারের ক্ষতিতে ভুগছিলেন।সিআইডি-তে দয়ার চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি বলেন, “প্রথমত, এটি হার্ট অ্যাটাক ছিল না, এটি লিভারের ক্ষতি ছিল, যার কারণে তাকে তাত্ক্ষণিকভাবে মালাদের তুঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
গত দুই দিন ধরে তিনি খুবই সমালোচনামূলক ছিল। তিনি আরও বলেন, “দীনেশ অন্য কোনো অসুখের জন্য চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু ওষুধটি তার লিভারে বিরূপ প্রভাব ফেলে। সেই কারণেই সবসময় ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয় খুব সাবধানে। যারা জানেন না তাদের জন্য, দীনেশ দীর্ঘদিন ধরে চলমান টিভি শো সিআইডিতে ফ্রেডেরিকসের ভূমিকায় অভিনয় করার পরে একটি ঘরোয়া নাম হয়ে ওঠেন, যা প্রথম 1998 সালে প্রচারিত হয়েছিল এবং সনি টিভিতে বিশ বছর ধরে চলেছিল।
সিআইডি ছাড়াও, ফাডনিস জনপ্রিয় টিভি শো- তারক মেহতা কা উল্টা চশমা-তেও উপস্থিত ছিলেন ।। দিনেশ ফাদনিস (২ নভেম্বর ১৯৬৬ – ৫ ডিসেম্বর ২০২৩) ছিলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি সিআইডিতে ফ্রেডরিকস বা ফ্রেডি চরিত্রে অভিনয় করতেন।
অভিনয়ের পাশাপাশি তিনি সিআইডির কিছু পর্বের গল্প রচনা করেছেন। এছাড়া, তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি একটি মারাঠি চলচ্চিত্রের কাহিনিও লিখেছেন। মুম্বাইয়ের পূর্ব বারিভালির শান্তিভানে বাস করতেন তিনি।তিনি ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মারা যান।
Read More,
Mention 4 Advantages Of Organic Manure
Fighter Hrithik Movie Release Date || Fighter Movie Hrithik Roshan Cast
Skin Care: পুজোর দিন গুলোতে ত্বক ও শরীরের ওপর আমরা কম অত্যাচার করি না। নানা…
পুজোর ৫ দিন ঘুরে মেকাপ করে ত্বকের কি বারোটা বাজিয়ে দিয়েছেন? সেই ঝলমলে ত্বক আর…
ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। পুজোর ৫ টা দিন আমরা রাতভোর ঘুরি - হাজারো…
দেখতে দেখতে চলেই এলো দীপাবলী,, শহরের অলি গলি সেজে উঠেছে আলোয়… আজ সাজতে হবে একটু…
Diwali at night. Diwali festival will be celebrated on October 31 across India. Diwali festival…
Happy Diwali Images with Goddess Lakshmi: Kali Puja is performed on the Krishna Paksha Tithi…
Leave a Comment