Spread the love

What are the advantages of manure: জৈব সার কাকে বলে??জৈব সার হল একধরনের কার্বন সমৃদ্ধ সার যা প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয় ,,,জৈব সার হল বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন কম্পোস্ট, ম্যানিওর ইত্যাদি থেকে উৎপন্ন সার। এইসব প্রকৃতিজাত পদার্থ গাছের বেড়ে ওঠার সহায়ক উপাদান যেমন নাইট্রোজেন, পটাশিয়াম ফসফরাস ইত্যাদিতে সমৃদ্ধ। জৈব সারে বিভিন্ন জৈব পদার্থ থাকে যা মাটির গঠন, উর্বরতা, বায়ু চলাচলের ক্ষমতা এবং জল ধারণ ক্ষমতা বাড়িয়ে তোলে।

জৈব সার ব্যবহার করার সুবিধা—-

জৈব সার ব্যবহার করার বেশ কয়েকটি সুবিধা রয়েছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –

জৈব সারের ব্যবহার

১. মাটির জল ধারণ ক্ষমতা ঠিক করে:জৈব সারে থাকে বিভিন্ন রকম জৈব উপাদান। মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটির মধ্যে বায়ু চলাচলের প্রবণতা বৃদ্ধি করে। এর ফলে গাছের মূল এবং মাটির ধারণ ক্ষমতা ও গুণগতমান বৃদ্ধি পায়।

জৈব সার ব্যবহারের নিয়ম

২. মাটিতে অনুজীবের সংখ্যা বৃদ্ধি করে:জৈব সারে বিভিন্ন প্রকার অণুজীব থাকে। এইসব অণুজীব মাটির উর্বরতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. মাটিকে শক্ত করা:জৈব সার ধীরে ধীরে মাটিতে বিভিন্ন প্রকার পরিপোষক উপাদান মুক্ত করে, যার ফলে গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে।

জৈব সার কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে

৪. মানবজাতির জন্য নিরাপদঅজৈব সারে ফসলের থেকে জৈব সারে ফলানো ফসল মানুষের জন্য অনেক বেশি নিরাপদ। এতে কোন বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে না। তাই জৈব সার ব্যবহার করে ফসল শাকসবজি এবং অন্যান্য শস্য ফলানো নিরাপদ..

মাটির উর্বরতার গুরুত্ব কি

৫. জৈব সার ব্যবহারে মাটির উপকারী জিবানুর কার্য্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশ বিস্তারেও তা সহায়ক হয়।এ সার গ্রিষ্মকালে মাটিতে তাপমাত্রা কমিয়ে দেয় এবং শিতকালে মাটিকে উষ্ণ রাখতে সহায়তা করে। এতে সব ঋতুতেই গাছের শিকড় বৃদ্ধি পায়।

জৈব সার বানানোর পদ্ধতি,জৈব সার কত প্রকার

৬. জৈব সার রাসায়নিক সারের কার্য্য কারিতা বাড়াতে সাহায্য করে এবং জৈব সার ব্যবহার করলে আনুপাতিক হারে রাসায়নিক সারের মাত্রা কমান যায়।

আরোও পড়ুন,

Fighter Hrithik Movie Release Date || Fighter Movie Hrithik Roshan Cast

কিভাবে শিশুদের শোষণ থেকে রক্ষা করা যায় || শিশু সুরক্ষা কি কি

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *