Spread the love

বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে অনেক বেশি জড়িত হয়ে গেছে, ঘণ্টার পর ঘণ্টা আমরা সোশ্যাল মিডিয়াতে টাইম কাটিয়ে ফেলি,,,শিশু বা বৃদ্ধ, প্রায় সকলেই আজ সোশ্যাল মিডিয়াতে যুক্ত। বরং, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা অনেক সাধারণ মানুষকে রাতারাতি সুপারস্টার বানিয়েছে কারণ কারও একটি ভিডিও বা ছবি রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

IMG_20240331_215749-1711902563915-edited Social Media Advantages|জীবনকে যেভাবে বদলে দেবে সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ার উপকারীতা

এখন তো ঘরে ঘরে ইউটিউবার,, এর থেকে অনেক মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে নাম এবং কোটি কোটি টাকা দুটোই পেয়েছে, সোশ্যাল মিডিয়া এত বেশি ব্যবহার করার একটাই কারণ, এইত কয়েক বছর আগেও কেউ সোশ্যাল মিডিয়া সম্পর্কে তেমন কিছু জানত না কিন্তু যখন থেকে আমরা স্মার্টফোন ফোন এবং 4G 5G ইন্টারনেট পেয়েছি, যখন ইন্টারনেট অনেক বেশি সহজলভ্য হয়েছে তখন থেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে শুরু করেছি।

সোশ্যাল মিডিয়া কি (What is Social Media)

ইন্টারনেট একটি ভার্চুয়াল শব্দ একটি বিশাল নেটওয়ার্ক এবং এই বিশাল নেটওয়ার্কের সাথে সংযোগ করতে, আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হবে যা আপনাকে সারা বিশ্বের মানুষের সাথে সংযুক্ত করতে কাজ করে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম , ইউটিউব, ইত্যাদি এই ধরনের যত ওয়েবসাইট রয়েছে সকলকে ওয়েবসাইটের গ্রুপকে একত্রে সোশ্যাল মিডিয়া বলা হয়,,এটি এমন এক ধরনের একটি ওয়েবসাইট যা মানুষকে একত্রে সংযুক্ত করতে কাজ করে তাকে একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বলা হয়।।

IMG_20240331_215551-1711902564730-edited Social Media Advantages|জীবনকে যেভাবে বদলে দেবে সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ার সুবিধা-

১. আপনি আপনার দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন বন্ধু তৈরি করতে পারেন।

২. আপনার ভিডিও লক্ষ্য লক্ষ্য মানুষের কাছে পৌঁছে যাবে।

৩. সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন অন্যান্য জায়গার তুলনায় বেশি উপকারী।

৪. এটি প্রধানত এক দেশ থেকে অন্য দেশে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।

৫. এর মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনা অন্যদের সাথে শেয়ার করতে পারি। এবং ভিডিও পোষ্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

IMG_20240331_215732-1711902564348-edited Social Media Advantages|জীবনকে যেভাবে বদলে দেবে সোশ্যাল মিডিয়া

৬. এর মাধ্যমে আমরা আমাদের টেক্সট, ফটো, ভিডিও ইত্যাদি পাঠাতে পারি।

৭. এর সাহায্যে আমরা বাস্তব জীবনের মতো লাইভ চ্যাটিং করতে পারি।

৮. সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার বৃদ্ধির সুযোগের একটি সম্পূর্ণ নতুন জগত খুলে দিয়েছে। এর থেকে অনেক ছেলে মেয়ে অনেক টাকা আয় করে ফেলেছেন।

আরোও পড়ুন,

Body Scrub: শরীরে উজ্জ্বলতা আনতে ব্যবহার করুন ৩ বডি স্ক্রাব

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *