Spread the love

এই মাস নারায়ণের প্রিয় মাস বলে প্রচলিত। সেই সময় অনেকেই নানা ধরনের উপবাস করেন থাকেন সংসারের মঙ্গল কামনার জন্যে।। উৎপন্ন একাদশীর দিনে উপবাস পালন করে এবং আচার-অনুষ্ঠান করলে, একজন ব্যক্তি শ্রী হরি বিষ্ণুর কাছ থেকে অফুরন্ত আশীর্বাদ লাভ করেন। এই দিনে উপবাস করলে শ্রী হরি বিষ্ণুর পাশাপাশি ধন-সম্পদের দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। এবার চলুন জেনে নেওয়া যাক কবে এ বছর উৎপন্ন একাদশীর উপবাস পালন করা হবে, এর পুজো পদ্ধতি ও এই একাদশীর গুরুত্ব কী….

  • একাদশী পারনের সময় 2023
  • গোস্বামী মতে একাদশী তালিকা ২০২৩
  • একাদশী তালিকা ২০২৩ ছবি

উৎপন্ন একাদশীর তারিখ: মার্গশীর্ষ মাসের উৎপন্ন একাদশী তিথি ৮ ডিসেম্বর ২০২৩ সকাল ০৫ টা ০৬ মিনিটে শুরু হবে এবং ৯ ডিসেম্বর ২০২৩ এ সকাল ০৬ টা ৩১ মিনিটে শেষ হবে। একাদশীর উপবাসে পারণের সময় ৯ ডিসেম্বর ২০২৩ তারিখে দুপুর ০১ টা ১৫ মিনিট থেকে দুপুর ৩ টে ২০ মিনিটের মধ্যে ,, ৮ ডিসেম্বর উৎপন্ন একাদশীর উপবাস পালিত করতে হবে।

উৎপন্ন একাদশীর উপবাসের গুরুত্ব: কথিত আছে যে, যে ব্যক্তি সম্পূর্ণ আচার-অনুষ্ঠান সহকারে উৎপন্ন একাদশীর উপবাস পালন করে, সে সমস্ত তীর্থের ফল লাভ করে। এছাড়াও এই উপবাসে দান করলে লক্ষ গুণ শুভ ফল পাওয়া যায়।

উৎপন্না একাদশীর পুজোর নিয়ম

  • উৎপন্না একাদশীর দিনে ভোরবেলা উঠে স্নান করতে হবে,,, তারপর ব্রতর সংকল্প নিন।
  • এর পর ধূপকাঠি, প্রদীপ, নৈবেদ্য-সহ ষোলো সামগ্রী দিয়ে বিষ্ণুর পুজো করুন এবং রাতে দীপদান করবেন।
  • এই একাদশী তিথিতে রাতে ভজন-কীর্তন করা শুভ।আপনি চাইলে বাড়িতে কীর্তন দিতে পারেন।।
  • এই তিথিতে ব্রাহ্মণ ভোজন করানো উচিত। এর পর ব্রাহ্মণকে সামর্থ্য অনুযায়ী দান করুন।

Read More,

Indian Diet Plan For Muscle Gain: দ্রুত পেশি গড়ে তোলার জন্য সেরা খাবারের তালিকা

Sugarcane Juice Benefits For Female : আখের রসের উপকারিতা ও আখের রস খাওয়ার নিয়ম

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *