Spread the love

Saphala Ekadashi 2024: ৭ জানুয়ারি পালিত হবে বছরের প্রথম একাদশী। অর্থাৎ আজকে …..!! হিন্দুদের মধ্যে একাদশীর একটি বড় ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর পুজো করা হয়… এই শুভ দিনে লোকেরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে এবং উপবাস পালন করে। তাদের মঙ্গলের জন্যে….তারা বিষ্ণু মন্দিরে যান এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ চান। এটি এ বছরের প্রথম একাদশী এবং মানুষ এটিকে সাফলা একাদশী হিসেবে পালন করবে।

এটি সফলা একাদশী নামে পরিচিত। শুভ কার্য সিদ্ধির জন্য এই একাদশী ব্রত পালিত হয়। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এই একাদশী ব্রত পালন করলে। পৌষ মাসের প্রথম একাদশী এটি। নীচে সফলা একাদশীর শুভক্ষণ ও মাহাত্ম্য সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হল।

Ekadashi in january 2024 list

সফলা একাদশীর তাৎপর্য: সফলা মানে সফলতা, বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে সকল কর্ম সফল হয়, আপনি নিষ্ঠার সঙ্গে যা চাবেন তাই পূর্ণ হবে।।

সফলা একাদশী পুজোর শুভক্ষণ—পঞ্জিকা অনুযায়ী ৬ জানুয়ারি (রাত বারোটা বেজে যাওয়ায় ৭ জানুয়ারি তারিখ গণ্য হবে) মাঝরাত ১২টা ৪২ মিনিটে এই একাদশী তিথি শুরু হবে। শেষ হবে ৭ জানুয়ারি (রাত বারোটা বেজে যাওয়ায় ৮ জানুয়ারি তারিখ গণ্য হবে) মাঝরাত ১২টা ৪৬ মিনিটে।

সফলা একাদশী পুজো বিধি: সফলা একাদশীর দিন সকালে স্নান করে নতুন জামা পড়ে ভগবানকে ধূপ, দীপ, ফল ও পঞ্চামৃত অর্পণ করতে হবে। দিতে পারেন ৫ ফল।। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন, কোনও অভাবগ্রস্ত ব্যক্তি বা ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং দান করুন।

Ekadashi in january 2024 timing

তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র “ওঁ নমো ভগবতে বাসুদেবায়” জপ করুন। এর পর সন্ধ্যায় বিষ্ণুর মন্দির বা তাঁর মূর্তির সামনে ভজন-কীর্তনের আয়োজন করতে পারেন।

Read More,

Vitamin B12 Vegetables For Brain And Health: সুস্থ্য থাকতে ভিটামিন বি ১২ জাতীয় খাবার ডায়েটে রাখুন

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *