বাঙালিদের পার্বণের কোনো শেষ নেই। শীত কাটিয়ে উঠে এর মধ্যে উল্লেখযোগ্য একটি পার্বণ শুরু হতে যাচ্ছে দোল পূর্ণিমা বা দোল উৎসব। দোলকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদ্যাপিত হয়। কোথাও এই দোল পূর্ণিমাকে দোল যাত্রা বলে। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে, তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয়। তাই এই দিনে আপন-জনদের পাঠান দোলের শুভেচ্ছা বার্তা —-
বসন্ত উৎসবের ছবি আঁকা ডাউনলোড
১) এই বসন্ত উৎসবের রঙের মতো রঙিন হোক তোমার জীবন ,,,শুভ দোল উৎসব।–
২) সকলের ভবিষ্যত সুন্দর ভাবে রঙ্গিন হোক,,,সকলে যাতে সুন্দর ভাবে ভবিষ্যতের পথে এগিয়ে চলে সেই শুভকামনা থাক এই বিশেষ দিনে।শুভ দোল উৎসব।–
20+ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা ছবি
৩) বসন্ত উৎসবের দিনে রঙিন হয়ে উঠুক আমাদের সম্পর্ক ,,, দোলের জানাই শুভেচ্ছা। শুভ বসন্ত উৎসব। –
৪) বছর ঘুরে আবার এল রঙিন হওয়ার পালা। আবির রঙে রাঙিয়ে দেব তোমার প্রভাব বেলা। শুভ দোলযাত্রা। –
৫) বসন্ত উৎসবের শুভেচ্ছা তোমাকে ,সব দুঃখ, অভিমান ভুলে রঙিন হয়ে উঠুক বসন্ত। শুভ দোলযাত্রা।
বাঙালির দোল উৎসব ছবি
৬) এই দোল উৎসবে সকলকে পাঠান বার্তা। আপনার পাঠানো বার্তায় প্রকাশ পাক আনন্দের কথা।
৭) দোল উৎসবের অনেক শুভেচ্ছা। তোমার জীবন হয়ে উঠুক অনেক রঙীন। শুভ দোল উৎসব।
৮) ঈশ্বরের কাছে কামনা করি পরিবারকে নিয়ে হোলিতে মেতে ওঠো।। তুমি ও তোমার পরিবারের সকলের জন্য দোলের উৎসবের অনেক শুভেচ্ছা।
দোল পূর্ণিমার শুভেচ্ছা
৯) জানাই দোল উৎসবের আন্তরিক শুঙেচ্ছা। ভালো থেকো বন্ধু।
১০) তোমাকে দিয়েই শুরু হবে আমার দোল খেলা। তোমাকেই প্রথম রঙ দিতে চাই। অপেক্ষায় রইলাম… দোল উৎসবের শুভেচ্ছা।
১১) দোল উৎসবের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বসন্তের ছোঁয়ায় আমাদের মন থাক চির সবুজ। হ্যাপি হোলি।
২০ টি আকর্ষণীয় দোল পূর্ণিমার ,শুভেচ্ছা ও ছবি
১২) আশা করি দোলের প্রতিটি রঙ এর মতো তোমার জীবনের প্রতিটি দিন আরও রঙিন হয়ে উঠুক। বসন্ত উৎসব উপলক্ষে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
১৩) শুভ দোল উৎসব।–
আরোও পড়ুন,
Basanta Utsav Photo Download|বসন্ত উৎসব ফটো ডাউনলোড