Spread the love

Double cleansing Method For Oily Skin – ডাবল ক্লেনজিং করার নিয়ম


ডাবল ক্লিনজিং একটি প্রয়োজনীয়তা জিনিস ,, বিশেষ করে তৈলাক্ত ত্বকের লোকদের জন্যে ,, এটি সাধারণত একটি শক্তিশালী সূত্রের চেয়ে অতিরিক্ত তেলের বিরুদ্ধে লড়াই করার একটি ভাল উপায় ,,ডাবল ক্লেনজিং এর প্রথম ধাপ অয়েল ক্লেনজার। অয়েল বেইজড ক্লেনজার এমনভাবে তৈরি করা হয়েছে যেটাতে মেকআপ, সানস্ক্রিন, সিবাম এবন ধুলাবালি দূর করার মতো সকল উপাদান আছে। প্রথম ধাপ শেষ হলে পরের ধাপে আসছে ওয়াটার বেইজড ক্লেনজার।


IMG_20230712_135114-1689150115967 Double cleansing Method For Oily Skin - ডাবল ক্লেনজিং করার নিয়ম

Double cleansing before and after

ত্বক সাধারণত চার ধরনের হয়। যেমন-ড্রাই, অয়েলি, নরমাল ও কম্বিনেশন। এর মধ্যে যাদের ত্বক একদম ড্রাই ও অয়েলি তারা কীভাবে ত্বক পরিষ্কার করবেন, সেটি নিয়ে আজকের আর্টিকেল…


প্রাকৃতিক উপায়ে ডাবল ক্লেনজিং


কাজ থেকে ফিরে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা জরুরী,,মেকআপ তোলার ক্ষেত্রে রিমুভারও ব্যবহার করেন। তার পর টোনিং এবং ময়েশ্চারাইজ়িং অ্যাপ্লাই করুণ । ত্বকের মধ্যে ব্রণ, র‌্যাশ, ব্ল্যাকহেডসের সমস্যা গুলো যে হয় সেগুলো দূর করা সম্ভব ডাবল ক্লিনজিং এর মাধ্যমে,, যত ভাল প্রসাধনীই ব্যবহার করুন না কেন, মুখ পরিষ্কার না হলে কোনও কিছুই কাজ করবে না। এ ক্ষেত্রে বিশেষ উপকারী হল ‘ডবল ক্লিনজ়িং’ মেথড।


double cleansing for oily acne-prone skin


‘ডবল ক্লিনজ়িং’ কী?

দু’বার বা দু’টি ধাপে দুই রকম জিনিস ব্যবহার করে ত্বক পরিষ্কার করার পদ্ধতিই হল ‘ডবল ক্লিনজ়িং’। প্রথমে তেল দিয়ে মুখের যাবতীয় ধুলো, ময়লা বা মেকআপের পরত তুলে ফেলতে হয়। তার পর মাইল্ড কোনও ফেসওয়াশ বা ক্লিনজ়ার দিয়ে মুখের অতিরিক্ত তেল তুলে ফেলতে হয়।


ঘরে তৈরি ক্লেনজিং


IMG_20230712_135146-1689150115670 Double cleansing Method For Oily Skin - ডাবল ক্লেনজিং করার নিয়ম

Is double cleansing necessary


ডবল ক্লিনজ়িং’ পদ্ধতিতে মুখ পরিষ্কার করবেন কেন?


১) ফেসওয়াশ বা সাবান ত্বকের গভীরে গিয়ে সেখান থেকে অশুদ্ধি টেনে বার করে আনতে পারে না। তাই ত্বকের বিভিন্ন স্তরে জমা ধুলোময়লা পরিষ্কার করতে এই পদ্ধতি ডবল ক্লিনজ়িং’ বেশ কার্যকরী।


২) ত্বক গভীর থেকে পরিষ্কার করার পর ত্বকের জেল্লাও ফিরে আসে।


Oil based cleanser Korean


৩) ত্বককে ময়েশ্চারাইজড করার পাশাপাশি দীর্ঘ সময় ময়েশ্চার লক করে রাখে। জল ধরে রাখার ক্ষমতা থাকায় ড্রাই স্কিনের ক্লেনজারে এটি একদম পারফেক্ট।


ক্লিনজার ব্যবহার করার নিয়ম

৪) অ্যালোভেরা- ত্বককে ময়েশ্চারাইজড রাখতে প্রাকৃতিক উপাদান অ্যালোভেরার কথা আমরা সবাই জানি। ত্বকের ন্যাচারাল অয়েলকে আটকে রেখে ত্বককে কোমল রাখতে অ্যালোভেরার জুড়ি নেই।ডাবল ক্লেনজিং করার পর আপনি চাইলে ত্বককে ময়েশ্চারাইজড রাখতে অ্যালোভেরা কাজে লাগাতে পারেন।।


আরোও পড়ুন,


Tags – Double cleansing, Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *