Spread the love

Durga Puja Ashtami Night Look – অষ্টমীর রাতে নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন! দেখুন!!

অষ্টমীর রাতের সাজ : অষ্টমীর রাতের সাজ হওয়া চাই সবচেয়ে আলাদা। সকালের সাজ যদি হয় স্নিগ্ধ, রাতের সাজপোশাকে থাকুক জমকালো ছোঁয়া। অষ্টমীতে শাড়ি পরতে ইচ্ছে না করলে বেছে নিন অন‍্য কোনও পোশাক।


photogrid.collagemaker.photocollage.squarefit_2023107224222734-1696698764951 Durga Puja Ashtami Night Look - অষ্টমীর রাতে নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন! দেখুন!!

Durga Puja Ashtami Night Look simple

অষ্টমীর রাত সাজগোজ নিয়ে অনেকেরই একটা আলাদা পরিকল্পনা থাকে। অষ্টমীর রাতের সাজ হওয়া চাই সবচেয়ে আলাদা। সকালের সাজ যদি হয় স্নিগ্ধ, রাতের সাজপোশাকে থাকুক উৎসবের ছোঁয়া।


IMG_20231007_224110-1696698765356 Durga Puja Ashtami Night Look - অষ্টমীর রাতে নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন! দেখুন!!

Durga Puja Ashtami Night Look Image

জিনস, টপ, স্কার্ট, সালোয়ার কামিজকে পিছনে ফেলে অনেকেরই পুজোর পোশাকে জায়গা করে শাড়ি। শাড়ি সামলানো যাঁদের ঝক্কির বলে মনে হয়, পুজোয় তাঁরাও কেমন শাড়িপ্রেমী হয়ে ওঠেন। পুজোর বাকি দিনগুলি না পরলেও অষ্টমীর সকাল-বিকেল পুজোর সাজে শাড়িকেই বেছে নেন।


IMG_20231007_223856-1696698765810 Durga Puja Ashtami Night Look - অষ্টমীর রাতে নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন! দেখুন!!

Durga Puja Ashtami Night Look Indian

তবে অষ্টমীর সাজ শাড়ি ছাড়া ভাবাই যায় না। পরতে পারেন অরগ‍্যাঞ্জা। এ বছর পুজোয় এই ধরনের শাড়ি বেশ জনপ্রিয় হয়েছে। বিভিন্ন বয়সের মানুষ বেছে নিচ্ছেন এই শাড়ি। অরগ‍্যাঞ্জো সামলানো তত কঠিন নয়। কমবয়সিরা অনায়াসে অষ্টমীর রাতের সাজে পরতে পারেন এই শাড়ি। বন্ধুদের জমায়েত কিংবা প্রেমিকের হাত ধরে পুজো প‍্যান্ডেলে— আসর মাতাবেন আপনিই।


দুর্গাপুজোর কমপ্লিট ফ্যাশন গাইড: জেনে নিন, পূজোয় কি ধরনের পোষাক পড়বেন


অষ্টমীর রাতে আপনি কেমন পোশাক বাছবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার, অর্থাৎ ভারতীয় সনাতনী পোশাক পরবেন নাকি পশ্চিমি পোশাকেই বাজিমাৎ করবেন তা আপনি ঠিক করুন; কিন্তু যে পোশাকই বাছুন না কেন, তা যেন হয় জমকালো এবং বেশ রঙিন!


IMG_20231007_223814-1696698766213 Durga Puja Ashtami Night Look - অষ্টমীর রাতে নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন! দেখুন!!


অষ্টমীর সকালে মেকআপ কম থাকলেও রাতে কিন্তু একদম নিয়ম মেনে মেকআপটা করতে হবে। প্রাইমার ও ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে প্রয়োজন হলে একটু কন্টোরিং করে নিন যাতে মুখের ফিচারগুলো ভালভাবে বোঝা যায়।


IMG_20231007_223729-1696698766570 Durga Puja Ashtami Night Look - অষ্টমীর রাতে নিজেকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন! দেখুন!!

অষ্টমীর রাতের মেকাপ

প্রয়োজনে মেকআপ ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডারের সাহায্যে করুন এই কাজটি। ব্রাউন ঘেঁষা ব্লাশ অন লাগান গালে এবং চিকবোন একটু হাইলাইট করুন হাইলাইটার দিয়ে। লিপস্টিক পোশাকের রঙের সঙ্গে মানানসই করে পরুন। চোখে চাইলে স্মোকি অথবা কাট ক্রিজ, সুন্দর ভাবে সেজে উঠুন…তবে মনে রাখবেন মেকাপ টা যেনো হয় ন্যাচারাল …!!


আরোও পড়ুন,

দূর্গা পূজোর অষ্টমীর সকালের মেকাপ || Durga Puja Ashtami Saree Look



Tags – Meckup Tips, Fashion Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *