Skin Care Tips: সারাবছর ত্বকের যত্ন না নিলেও পুজোর আগে আমরা কিনতু ফেসিয়াল , ফেস মাস্ক কতো কিছু ত্বকের যত্নে অ্যাপ্লাই করি….কিন্তু পুজোর আগে এতো কিছু না করে আগে ভাগেই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিন….. দেখবেন ফল পাবেন…. পুজোর দিনগুলিতে প্রচুর মেকআপ করেন সকলেই…ত্বকের ভাল যত্ন না নিলে, দীর্ঘদিন সমস্যায় ভুগতে হবে। সূর্যের তাপে, ধুলো-ময়লা -দূষণ, কম ঘুম, মেকআপ এবং সেই সঙ্গে বাইরের খাবার খাওয়া, এই সবের কারণে ত্বকে উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। তাই পুজোর এই সময় টাতে রোজ একটু একটু করে স্কিন কেয়ার করুন……
১. কফি গুঁড়ো এবং টকদই: এই দুই উপকরণ প্রায় সকলের বাড়িতেই থাকে। এক চামচ কফি গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন এক চামচ টক দই। ভালভাবে একটা কাচের পাত্র মিশিয়ে নিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এই ফেসপ্যাক ভালভাবে মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এই ফেসপ্যাক ব্যবহার করলে আপনার ত্বকের জেল্লা ফিরবে।
গ্লোয়িং স্কিনের রহস্য
২. পাকা কলা এবং মধু: যাঁদের ত্বক খুবই রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির তাঁরা পাকা কলা চটকে নিয়ে তার মধ্যে মধু ও গোলাপ জল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক এবং তা ব্যবহার করুন। এই উপকরণ আমাদের ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে সাহায্য করে। আপনার ত্বকের কালচে দাগছোপ দূর হবে এবং উজ্জ্বল ভাব ফিরে আসবে।
গ্লোয়িং ফেস প্যাক
৩. টমেটো, ও চিনির গুঁড়ো: একটি টমেটোর ঘন মিশ্রণ, ও চিনির গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এক বা দু’মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। ত্বককে সম্পূর্ণরূপে পুনরুজ্জীবিত করতে এই প্যাক দারুণ কাজ করে। টমেটো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক মসৃণ হয়।
আরোও পড়ুন,
Simple Skin Care Routine: গরমে ত্বক থাকবে সতেজ ৫ উপায়ে