Spread the love

প্রতিদিনের কাজের চাপে ত্বকের যত্ন নেওয়ার কথা আমরা সকলেই ভুলে যাই…. ত্বকের হয়ে যায় বেহাল দশা। ভাবছেন সামনেই তো পুজো হাতে টাকাও কম তাহলে ত্বকের যত্ন নিবেন কীভাবে??? উপায় কি? চিন্তা নেই আমি আছি তো দেখুন একটা উপাদান দিয়েই ত্বক কেমন উজ্জ্বল হয়ে যায়…

IMG_20240908_231222-edited Durga Puja Skin Care: হলুদ দিয়েই পুজোর আগে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন

ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করবে হলুদ

✓✓ হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা বিরক্তিকর ত্বককে প্রশমিত করতে, লালভাব কমাতে এবং একটি স্বাস্থ্যকর আভা বাড়াতে সাহায্য করতে পারে।হলুদের মুখের মাস্কগুলি অন্যান্য প্রাকৃতিক উপাদান যেমন দই বা মধুর সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে বাড়িতে সহজেই তৈরি করা যায়। এতে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যায়।।

পুজোয় ত্বকের জেল্লা ফেরাবে আনবে হলুদ

IMG_20240908_231213-edited Durga Puja Skin Care: হলুদ দিয়েই পুজোর আগে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন

✓✓✓ত্বকের ব্রণ কমাতে অ্যালোভেরার সঙ্গে হলুদ ও সামান্য গোলাপ জল মেশান…দেখবেন এই প্যাক 2 দিনেই আপনার কেমন কাজে আসে। ঝটপট ত্বকে জেল্লা ফেরাতে হলুদের কোনও বিকল্প নেই। তবে শুধু হলুদ বাটা নয়, বরং বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন হলুদ টোনার। আর এই হলুদ টোনারই ম্যাজিকের মতো কাজ করবে।

কাঁচা হলুদ দিয়ে রূপচর্চা

✓✓ দু’টেবিল চামচ কাঁচা হলুদ বাটা, পরিমাণমতো অ্যালোভেরা জেল, পরিমাণমতো গোলাপ জল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে নিয়ে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে বাড়ি ফিরে ভাল করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর মুখে এই হলুদ টোনার স্প্রে করুন। ইচ্ছে করলে টোনারে তুলে ভিজিয়েও মুখ মুছে নিতে পারেন। দেখবেন মাত্র ৫ মিনিটেই তাজা অনুভব করবেন।

✓✓ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন গাজরের রস । ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়া ও লেবুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট পর উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

✓✓ ঠোঁটের যত্নে: ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করে হলুদ। এ জন্য সামান্য হলুদের সঙ্গে লেবুর রস ও কফি গুঁড়ো মিশিয়ে ঠোঁটের উপর ম্যাসাজ করুন ৫ মিনিট,, ১৫ মিনিট পর ধুয়ে নিন। দেখবেন ঠোঁট একদম পিঙ্ক লিপস হয়ে গেছে।

আরোও পড়ুন,

3 Best Men’s Face Wash: ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ৩ ফেসওয়াশ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *