Spread the love

Face Cleansing Mask At Home : মুখে পিম্পল, ব্রণ, দাগ-ছোপ থেকে মুক্তি পেতে চান? বাড়িতেই বানিয়ে ফেলুন ‘ফেস মাস্ক’

জেল্লাদার এবং স্বাস্থ্যোজ্জল ত্বক পেতে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। তাই তো স্কিনকেয়ার রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল ক্লিনজিং বা ত্বক পরিষ্কার করা। তাই ত্বকের বয়স আর জেল্লা যদি ধরে রাখতে চান, তাহলে এই প্রবন্ধটি ঝটপট পড়ে নিয়ে জেনে নিন ‘ফেস মাস্কতৈরির নিয়ম —-


IMG_20230831_134203-1693469533434 Face Cleansing Mask At Home : মুখে পিম্পল, ব্রণ, দাগ-ছোপ থেকে মুক্তি পেতে চান?বাড়িতেই বানিয়ে ফেলুন 'ফেস মাস্ক

Homemade face mask for glowing skin


দিনে কতবার ফেস ক্লিনজিং করা উচিত?

ত্বক ভালো রাখতে দিনে অন্তত ২ বার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা প্রয়োজন।

Face cleansing mask at home homemade

মুখ পরিষ্কার করার নিয়ম

প্রথমে জল দিয়ে ধুয়ে নিন। তারপর আপনার ব্যবহারের রেগুলার ফেসওয়াশ পরিমাণ মতো হাতের তালুতে নিন। সামান্য জল মিশিয়ে তা আপনার মুখে লাগান। এবার হাতের তালুর চাপে ধীরে ধীরে ফেস মাসাজ করতে শুরু করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বকের উপরের স্তরের মৃত কোষ সরে যাবে।


Face cleansing mask at home for glowing skin


ফেসওয়াশ করার পরে সকালে এবং রাতে অবশ্যই টোনার ও ময়শ্চারাইজার লাগাবেন। দিনের বেলায় সানস্ক্রিনও লাগাতে ভুলবেন না।


Face cleansing mask at home for dry skin


এরপর ‘ দেখে নিন ফেস মাস্ক’ কীভাবে বানায় —-

১/ একটি বাটিতে এক চামচ বেসন নিয়ে, তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার ভালো করে মাখিয়ে নিন। তারপর মুখে অ্যাপ্লাই করুন।।

ব্রণ, ফুসকুড়ির কালো দাগ থেকে ৭ দিনে মুক্তি পান এই ঘরোয়া উপায়ে

২/ পেঁপে দিয়ে ফেস মাস্ক তৈরি করুণ ।।

এবার তা মুখে খুব ভাল করে লাগালে মুখের ড্রাইনেস থাকবে না। মুখে লাগিয়ে খুব ভাল করে ম্যাসাজ করতে হবে। এতে মুখ একদম পরিষ্কার হয়ে যায়।


ব্রনের দাগে মুখ ভর্তি? পুজোর আগেই দূর করুন এই ফেসপ্যাকের সাহায্যে


৩/ দুধ- অ্যালোভেরার বাটিতে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে লোশন বানিয় নিন। এবার ময়েশ্চারাইজারের মত তা ২০ মিনিট লাগিয়ে রাখুন। চোখের তলায় ভাল করে লাগাবেন। সব কালি দূর হয়ে যাবে।


৪/ বাদামি: মুলতানি মাটি, গোলাপ জল দিয়ে ক্লে মাস্ক বানিয়ে বাঙালিরা অনেক কাল ধরেই রূপচর্চা করে আসছেন। তাই এই ধরনের মাস্কের উপকারিতা আলাদা করে বোঝাতে হবে না।


Read More,

ত্বক সুন্দর ও স্বাস্থ্যকর করার উপায়: How to make your skin glow naturally at home



Tags – Skin Care, Skin Tips, Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *