Spread the love

Best face mask: গরমকাল হোক কিংবা শীতকাল হোক ত্বকের আর্দ্রতা প্রয়োজন। ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে আর্দ্রতা ও সঠিক যত্ন নেওয়া প্রয়োজন । তার জন্য চাই ফেস মাস্ক । যা আমাদের ত্বককে করে তোলে উজ্বল ও চকচকে….. বেশ কয়েক বছরে বিউটি দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে শিট মাস্ক।

IMG_20240905_200253-edited Face Mask For Glowing Skin: পুজোয় গ্লোয়িং স্কিনের সেরা ৩ ফেস মাস্ক

কারও কারও সবথেকে প্রিয় স্কিনকেয়ার প্রোডাক্টের তালিকায় জায়গা করে নিয়েছে শিট মাস্ক। আপনার ত্বককে মুহূর্তে আর্দ্রতা ও উজ্জ্বলতায় ভরিয়ে দিতে পারে এই ম্যাজিক প্রোডাক্টটি। সামার স্কিনকেয়ার রুটিনে অবশ্যই রাখা উচিত এটি। আর সামনেই পুজো তার জন্য আগে থেকেই স্কিন কেয়ার করার জন্য এই ফেস মাস্ক ব্যবহার করুন…

1। UrbanGabru Charcoal Peel Off Mask for Men & Women: এই ফেস মাস্কটি আমাদের ত্বকের চামড়া থেকে কালো/হোয়াইটহেডস বের করে দেয়। আরবানগাব্রু অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক মুখ থেকে ব্রণ দূর করে। এটি ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে সাহায্য করে ,, এটি আপনার মুখে লাগান এবং কয়েক মিনিটের মধ্যে এটি তার কাজ শুরু করবে।ত্বক গভীরভাবে পরিষ্কার করে: আপনি যদি তৈলাক্ত ত্বক বা শুষ্ক ত্বকের জন্য একটি পিল অফ মাস্কের কথা ভাবছেন, তাহলে এটাই বেস্ট। এটি শুধুমাত্র ছিদ্র পরিষ্কার করে না, ত্বককে ডিটক্সিফাই করে।দূষণ, রোদ, দুশ্চিন্তা এবং অযত্নের কারণে ত্বকের প্রাকৃতিক জেল্লা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। মুখে কালি পড়ে যায়। ত্বকে পড়ে ক্লান্তির ছাপ। এই সময়ে ত্বকের হাল ফেরাতে পারে শিট মাস্ক।

বাজারের সেরা ফেস মাস্ক

IMG_20240905_200303-edited Face Mask For Glowing Skin: পুজোয় গ্লোয়িং স্কিনের সেরা ৩ ফেস মাস্ক

2. Garnier Skin Naturals, Face Mask, Hydrating, Brightening & Anti-Dark Spots: এই ফেস শিট মাস্ক যা দাগ সহ ডিহাইড্রেটেড এবং ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বককে হাইড্রেট করে, ত্বকের সামগ্রিক উজ্জ্বলতা বাড়ায় এবং কালো দাগ কম স্পষ্ট করে তোলে।লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ত্বককে একটি উজ্জ্বল প্রাকৃতিক আভা দিতে সাহায্য করে।

গ্লোয়িং স্কিন পাওয়ার ফেস মাস্ক

3. Himalaya Herbals Tan Removal Orange Peel-off Mask: হিমালয় ট্যান রিমুভাল অরেঞ্জ পিল-অফ মাস্ক হল কমলার খোসা এবং মধুর প্রাকৃতিক ত্বককে হালকা করার নির্যাসের একটি কার্যকর মিশ্রণ যা প্রথম ব্যবহার থেকেই ত্বকের ট্যান কমাতে সাহায্য করে। রোদের তাপ, খারাপ আবহাওয়ায় ধীর ধীরে আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা হারাতে শুরু করে। তখন এই মাস্ক ডিহাইড্রেটেড করতে সাহায্য করে। এই শিট মাস্ক আর্দ্রতার সেই ঘাটতি পূরণ করে। ত্বকের হাইড্রেশনের মাত্রা ঠিক রাখে।

আরোও পড়ুন,

Durga Puja Glowing Skin Tips: পুজোর আগেই রূপচর্চা করুন মাত্র ৩ উপাদান দিয়ে

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *