Spread the love

Face Mask For Men At Home: পূজোয় ছেলেদের মুখ উজ্জ্বল করার জন্যে ফেসমাস্ক


Homemade face mask for men at home : মেয়েরা তাও নিজেদের যত্ন নেয়…কিনতু ছেলেরা সেটা কখনোই করেনা…তাই ছেলেদের ত্বকে দাগছোপ এ ভরে যায়….!! আসলে পুরুষেরা ত্বকের কম যত্ন নেন…

তাই আজকে কথা বলবো ছেলেদের ফেস মাস্ক নিয়ে…–


IMG_20231014_201512-1697294746052 Face Mask For Men At Home: পূজোয় ছেলেদের মুখ উজ্জ্বল করার জন্যে ফেসমাস্ক

Face Mask For Acne At Home

১/ ত্বকের উপর দারুণ কাজ করে চারকোল। মূলত কালচে দাগ-ছোপ দূর করা থেকে শুরু করে সান ট্যান দূর করতে দারুণ সহায়ক এই চারকোল। এতে ত্বকে মধ্যে জমে থাকা মৃত কোষও দূর হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।


চারকোল বানানোর জন্য প্রয়োজন, চারকোল পাউডার, মধু এবং কয়েক ফোঁটা গোলাপ জল পরিমাণ মত প্রত্যেকটি উপাদানকে মিশিয়ে নিন, তারপর মিশ্রণটিকে পাতলা করার জন্য দু-তিন চামচ জল দিন। এরপর সংমিশ্রণটি ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত রেখে দিন এর শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক থেকে ধুলোবালি সব গায়েব হয়ে গেছে।।

Face mask for glowing skin homemade

২/ কলার ফেসপ্যাক

এক টেবিল চামচ মধু, ও একটি কলা

সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে এই মিশ্রণটি আপনার মুখমন্ডল ও ঘাড়ে লাগান। লাগানোর ১৫ – ২০ মিনিট পরে হালকা ভেজানো নরম একটি কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।


Face mask for men skin


৩। দুই টেবিল চামচ কমলালেবুর রস

দুই চা চামচ মধু

দুই চা চামচ গোলাপজল

সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে যতটুকু প্রয়োজন আপনার ঘাড় সহ সারা মুখমন্ডলে লাগান। ১৫ মিনিট পর একটি ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে এই ফেস মাস্কটি খুব কার্যকরী।


IMG_20231014_201437-1697294746564 Face Mask For Men At Home: পূজোয় ছেলেদের মুখ উজ্জ্বল করার জন্যে ফেসমাস্ক

Homemade face pack for men’s oily skin


৪/ বেসনের ফেসপ্যাক আমাদের সবার কাছেই খুব জনপ্রিয়। এই ফেসপ্যাক বানাতে আপনার প্রয়োজন বেসন এবং মধু সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো।

একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে দিন। এর মধ্য়ে এক চিমটে হলুদ গুঁড়ো মেশান। প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। এবার এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

ছেলেদের জন্য সেরা ৫ টি ফেইস প্যাক

৫/ অ্যালোভেরা জেলের ফেসপ্যাক
অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই, আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। অন্যদিকে, ভিটামিন ই অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে অ্যালোভেরা জেলের মধ্যে মেশান। দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেস প্যাক তৈরি। এটি আপনার মুখে লাগিয়ে নিন। দেখবেন রাস্তা ঘাটে সব মেয়েরা আপনার দিকেই তাকিয়ে আছে।। ত্বক একদম উজ্জ্বল হয়ে যাবে।।।

আরোও পড়ুন,

Tags – Face Pack, Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *