Spread the love

Face Oil For Dry Skin: শুষ্ক ত্বকের জন্য কোন তেল ভালো

IMG_20230428_200750-1682692679173 Face Oil For Dry Skin - শুষ্ক ত্বকের জন্য কোন তেল ভালো

Face Oil For Dry Skin before Meckup

এমনিতে গরমে ত্বকের সমস্যার শেষ নেই,, তার মধ্যে শুস্ক ত্বক হলে তো আরও সমস্যা,, অনেকেরই প্রশ্ন শুষ্ক ত্বকের জন্য কোন তেল ভালো সেটির কোথাই আজকে বলবো – নিখুঁত ত্বকের স্বপ্ন সবারই থাকে। সুন্দর ত্বক পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। ত্বকের যত্নে কখনোও ব্যাবহার করেছেন?? জোজোবা তেল ত্বকের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে। এই তেল জোজোবা নামের গাছের বীজ থেকে পাওয়া যায়। জোজোবা তেলের মধ্যে ভিটামিন, মিনারেল রয়েছে যা আপনার ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

Face Oil For Dry Skin In India

স্কিন কেয়ার রুটিনে আপনি নানাভাবে জোজোবা তেলকে ব্যবহার করতে পারেন। জোজোবা তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আপনি এই তেলকে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তাহলে কটন প্যাডে জোজোবা তেল নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। দেখবেন অনেক ত্বক মসৃণ হয়ে গেছে।।

ত্বকে কোন তেল কী উপকার করে

IMG_20230428_200734-1682692679518 Face Oil For Dry Skin - শুষ্ক ত্বকের জন্য কোন তেল ভালো
আরও পড়ুন,

Face Oil Dry Skin How To Use


ব্রণর সমস্যায় দারুণ ফল দেয় জোজোবা তেল। ব্রণ দূর করতে আপনি আপনার ফেসপ্যাক জোজোবা তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা জোজোবা তেল মিশিয়ে নিয়ে মুখে লাগাতে পারেন।।

মুখের জন্য কোন তেল ভালো

শুষ্ক ত্বকের যত্নে তিলের তেল ব্যবহার করতে পারেন। এটি হালকা, গন্ধহীন ও সহজে ত্বকে মিশে যায়। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বক রাখে কোমল ও সুন্দর।

Face Oil Dry Skin benefits

ত্বকের রুক্ষতা দূর করতে অলিভ অয়েল বেশ কার্যকর। প্রাকৃতিক ময়েশ্চারাইজার বলা হয় একে।

আমন্ড অয়েল
অতিরিক্ত শুষ্ক ত্বক যাদের, তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

ত্বকের জন্য কোন অলিভ অয়েল ভালো

সি বাটার অয়েল – এটিও শীতকালে ত্বকের রুক্ষতা থেকে বাঁচার জন্য খুবই উপকারি।

সূর্যমুখির তেল– সুর্যমুখীর তেলে আছে বিটা ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত সূর্যমুখীর তেল ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ব্যকটেরিয়া সংক্রমণ থেকে দূরে থাকা যায়। শুধু তাই নয়, ত্বকের রুক্ষতা দূর করতে কাজে আসে সূর্যমুখীর তেল।



Tags – Skin Care, Skin Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *