Spread the love

এই গরমে শরীর ও ত্বক দুটোরি অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিকে প্রবল কাজের চাপে মুখের যত্ন নেওয়ার সময় হাতে থাকে না… এতে দেখা যায় মুখে ক্লান্তির ছাপ, দাগছোপ ও এক গুচ্ছ ব্রণ। এই গরমে তো মেকাপ করার কথা ও কেউ ভাবেন না….. তাই গরমে মুখ উজ্জ্বল ও সতেজ রাখতে ব্যবহার করুণ ৫ ফেস প্যাক যা এক নিমেষে আপনাকে দেবে গ্লোয়িং লুক……

IMG_20240524_124556-edited Face Pack For Glowing Skin: গরমে গ্ল্যামার লুক পাওয়ার ফেসপ্যাক

উজ্জ্বল ত্বক পাওয়ার ফেসপ্যাক

✓ সকলেই জানি পেঁপেতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি…. পেঁপে খাওয়ার পাশাপাশি এটি আপনার ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন। কারণ পেঁপেতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন যা ত্বক উজ্জ্বল রাখতে কাজ করে। এর জন্যে দেখবেন বেশির ভাগই ক্রিমে বা ফেসওয়াশ এর মধ্যে পেঁপে থাকে। যাদের ত্বক প্রাণহীন তারা পেঁপে দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

যেভাবে তৈরি করবেন পেঁপের ফেসপ্যাক: প্রথমে এক চা চামচ পেঁপের পেস্ট নিয়ে নিন। এরপর তার সঙ্গে মিশিয়ে নিতে হবে ২ চামচ দুধ ও এক চামচ চিনি । একসঙ্গে মিশিয়ে মুখে স্ক্রাব করার মতো ১/২ মিনিট ম্যাসাজ করুন। এই প্যাক ইউজ করার পর ত্বকের মৃত কোষগুলো দূর হয়ে যাবে।

ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক

✓ ত্বকের যত্নে একটি পাত্রে চালের গুঁড়া ও বেসন দিয়ে একটি প্যাক তৈরি করে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট মুখে লাগিয়ে আঙুল দিয়ে ভালো করে ঘষে নিন। এভাবে কিছুক্ষণ করে তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বক তো পরিষ্কার হবেই, সেইসঙ্গে সতেজও হবে কয়েক গুণ।

✓ ত্বকের উজ্জ্বলতার জন্য ২ চা চামচ এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ভালো করে মুখ ধুয়ে নিন। এতে ত্বক উজ্জ্বল এবং নরম হবে।

ঘরে তৈরি সবচেয়ে ভালো ফেসপ্যাক

চন্দন এবং রোজ ওয়াটার ফেস প্যাক উপকরণ: 1 টেবিল চামচ চন্দন গুঁড়ো ও গোলাপ জল পরিমান মতো,, এটি আপনার ত্বকের ট্যান অপসারণ করবে। গোলাপ জলের সাথে মিশ্রিত, এটি আপনার উজ্জ্বলতা বাড়ায়।

তেল নিয়ন্ত্রণের জন্য মুলতানি মাটি এবং লেবুর রস উপকরণ: মুলতানি মাটি ২ টেবিল চামচ1 টেবিল চামচ লেবুর রস দুটো উপাদান মিশিয়ে মুখে লাগান,,,এটি তৈলাক্ত ত্বকের সমস্যায় দারুণ কার্যকর। এর সাইট্রিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করে এবং দাগ দূর করতে সাহায্য করে। মুলতানি মাটি অতিরিক্ত তেল দূর করতে সহায়তা করে।

আরোও পড়ুন,

Causes Of Acne On The Face: গরমে মুখে ব্রণ হওয়ার ৫ কারণ

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *