Spread the love

Face Scrub For Men: পুরুষদের জন্য ফেস স্ক্রাব


ত্বকে রোদে পোড়া দাগ,,এই সময়ে বাইরে যাওয়া মানেই ত্বকে এসবের প্রভাব পড়া। তবে একটু যত্ন নিলে ত্বক থাকবে সতেজ। ফেসওয়াশ তো নিয়মিত ব্যবহার করেন। পাশাপাশি মুখের ত্বকের তেলতেলে ভাব কাটিয়ে সতেজ থাকতে মাঝেমধ্যে স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ক্রাব ত্বকের গভীরের ময়লা সহজেই তুলে আনে। এ ছাড়া স্ক্রাবে থাকা তেল বা ক্রিম ত্বককে সতেজ করে তোলে। আমাদের ত্বকে প্রতিনিয়ত একধরনের তৈলাক্ততা তৈরি হয়, যা লোমকূপ দিয়ে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। কোনো কারণে লোমকূপ বন্ধ হয়ে গেলে সেখানে ব্ল্যাক হেডস তৈরি হয়। স্ক্রাব ব্যবহারে ব্ল্যাক হেডস হওয়ার আশঙ্কা কমে।’


IMG_20230408_114403-1680934505800 Face Scrub For Men - পুরুষদের জন্য ফেস স্ক্রাব

Face Scrub For Men At Home


যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তারা স্ক্রাব মাসাজের ফলে বয়সের ছাপ দূর করে ফেলতে পারেন।

ক্লিনজিং, স্ক্রাবিং, ময়শ্চারাইজিং। মুখ পরিস্কার রাখতে সাধারণত এগুলোই আমরা করে থাকি। ত্বকের পরিচর্যা করতে ছেলেদের তুলনায় মেয়েদেরকেই বেশি দেখা যায়। মুখে স্ক্রাবিং করা যেমন মেয়েদের জন্য উপকারী, তেমনই ছেলেদের জন্যেও উপকারী। এতে ত্বকের কোষগুলি পরিস্কার থাকে।


মনে রাখবেন –


১) ফেস-ওয়াশ শুধুমাত্র মুখের উপরিভাগের অংশ পরিস্কার করে। কিন্তু স্ক্রাবিং মুখের ত্বকের রোমকূপগুলির ভিতরের অংশও পরিস্কার করে।


Face Scrub For Men In India

২) শেভিং করার পর স্ক্রাবিং করলে ছেলেদের মুখের ত্বক অনেক বেশি পরিস্কার থাকে।

৩) ক্লিনজারের থেকেও ভালো ত্বক পরিস্কার হয় স্ক্রাবিংয়ের মাধ্যমে।

৪) স্ক্রাবিংয়ের মাধ্যমে অ্যাকনে থেকেও মুক্তি পাওয়া যায়।


৫) নিয়মিত স্ক্রাবিং করলে আপনার মুখে বয়সের ছাপ পড়বে না। অনেক বেশি ইয়ংগার লাগবে। চোখের নিচে কালিও পড়বে না।


Face Scrub For Men Oily Skin


এক টেবিল চামচ ওট নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও এক চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে ঘষে মিনিট দুই পর ধুয়ে ফেলুন।


পরিমাণমতো ক্লেনজিং মিল্ক নিয়ে তার সঙ্গে গমের ভুসি মিলিয়ে মুখে মাখুন। স্ক্রাব করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।


IMG_20230408_114436-1680934505548 Face Scrub For Men - পুরুষদের জন্য ফেস স্ক্রাব

Best Scrub For Men

এছাড়াও স্ক্রাব প্রোডাক্ট ব্যাবহার করতে পারেন –


১:Biotique Bio Papaya Revitalizing Tan Removal Scrub, 100 g


এই ফ্যাশ স্ক্রাবিং ত্বকের পরিষ্কার,কালো দাগ, ব্ল্যাকহেড এবং ডি-ফ্লেক্স দূর করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করে। ত্বকের উজ্জ্বলময় জেল্লা এনে দেয়।।


61n9JJUJdGL._SL1500_-1680934806813 Face Scrub For Men - পুরুষদের জন্য ফেস স্ক্রাব

Men’s Face Scrub For Blackheads


২:mCaffeine Coffee Face Scrub (100gm) for Exfoliation and Tan Removal | Removes Blackheads and Excess Oil | With Argan Oil and Walnut | Natural and Vegan Scrub for Men and Women


এই ফ্যাশ স্ক্রাবিং আছে প্রাকৃতিক উপাদান রয়েছে।যা ত্বকের পরিষ্কার,কালো দাগ ও ব্ল্যাকহেড দূর করে।। বয়স এর ছাপ পড়তে দেয়না।।

৩. Ustraa Face Scrub -100g – De-Tan Face scrub for men, Exfoliation and tan removal with Bigger Walnut Granules, No Sulphate, No Paraben, Made in India



61rcjsLaI8L._SL1100_-1680934806560 Face Scrub For Men - পুরুষদের জন্য ফেস স্ক্রাব
Read More,


এই ফ্যাশ স্ক্রাবিং মরা চামড়া দূর করে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং অতিরিক্ত তেল,কালো দাগ দূর করতে সাহায্য করে। আখরোটের খোসার দানা এবং অন্যান্য সমস্ত প্রাকৃতিক উৎস রয়েছে৷যা সান ট্যানের বিরুদ্ধে লড়াই করে এবং দূষণ, সূর্যের ট্যানিং ও ময়লা দূর করতে সাহায্য করে৷ বীটরুট (beetroots)এবং আনারস ত্বকের ph নিয়ন্ত্রণ করে এবং মৃত ত্বকের কোষ দূর করতে সাহায্য করে।।


Tags – Skin Care, Face Scrub

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *