Spread the love

Face Toner uses – ফেস টোনার ব্যবহারের নিয়ম


ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং। এই তিনটি ধাপ মেনে না চললে কোনওভাবেই ত্বককে ভাল রাখা যায় না। জেল্লাদার দাগ ছোপহীন ত্বক(Skin Care) আমরা সবাই চাই। কিন্তু সব সময়ই যে ত্বক খুব ভালো থাকবে, এমন হয় না। কিন্তু এর মধ্যে ও কীভাবে ত্বককে ভালো রাখা যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখতেই হবে আমাদের। ত্বকের সামান্য যত্ন নিতে হবে ঘরেই। (Toner) টোনার ব্যবহার করতে হবে নিয়মিত।


ত্বকের খেয়াল রাখতে গেলে প্রাথমিক কিছু নিয়ম মেনে চলতে হয়। দিনে দু’বার ফেসওয়াশ ব্যবহার করলেও টোনার ব্যবহার করার কথা ভুলে যান অনেকেই। কিন্তু টোনার ব্যবহার না করলে বাড়তে পারে ত্বকের সমস্যা। ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না, রোমকূপ পরিষ্কার হয় না। পাশাপাশি বাড়ে ব্রণর সমস্যা।


টোনার ব্যবহারের নিয়ম এবং উপকারিতা


IMG_20230303_203900-1677856154239 Face Toner uses - ফেস টোনার ব্যবহারের নিয়ম

Face toner benefits

মূলত ত্বকের রোমকূপগুলো পরিষ্কার করাতে টোনার ব্যবহার করা জরুরি। ত্বকে ফেসওয়াশ ব্যবহারের সময় ত্বকের উপর ম্যাসাজ করা হয়। তখন রোমকূপগুলো খুলে যায়। এরপর যখন আপনি ত্বকের উপর টোনার ব্যবহার করেন, তখন ওই রোমছিদ্রের মধ্যে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করে দেয়।

ত্বকের পিএইচ স্তর বজায় রাখতে সাহায্য করে টোনার। ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের উপরিতলের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এই পিএইচ স্তর স্বাভাবিকভাবে ফিরে আসতে বেশি সময় নেয়।

ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য টোনার ব্যবহার করা জরুরি। ত্বকের আর্দ্রতা বজায় না থাকলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন টোনার। টোনার ত্বককে পরিষ্কার করে এবং টানটান করে রাখে।

মসৃণ ত্বকের জন্য টোনার ব্যবহার করা জরুরি। এতে ত্বক টানটান থাকে। নিয়মিত টোনার ব্যবহার করলে ত্বক ধীরে-ধীরে উজ্জ্বল হতে শুরু করে। তাই প্রতিবার মুখ ধোয়ার পর অবশ্যই টোনার ব্যবহার করুন।


Best Toner for face


IMG_20230303_203838-1677856154610 Face Toner uses - ফেস টোনার ব্যবহারের নিয়ম

তৈলাক্ত ত্বকের জন্য টোনার

যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং ব্রণপ্রবণ, তাঁদের অবশ্যই টোনার ব্যবহার করা জরুরি। টোনারে যেন অ্যালকোহল না থাকে, সেই দিকে খেয়াল রাখুন। এটি আপনার ত্বককে যেন রুক্ষ না করে সেই দিকেও খেয়াল রাখবেন।


সারাদিন পর আপনার শরীরেও যেমন ক্লান্তি থাকে আবার আপনার ত্বকেও সেই ক্লান্তির ছাপ পড়ে। ত্বকে ক্লান্তির ছাপ পড়লে তা চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে। ত্বকের ক্ষতির হাত থেকে বাঁচাতে অবশ্য়ই এদিকে নজর দিন। টোনার ব্যবহার করলে তা ত্বককে ভিতর থেকে আর্দ্রতা জোগায়।


আর আপনার মুখ রাখে তরতাজা। তৈলাক্ত মুখে তাঁদের মুখে ময়লা জমার সম্ভাবনা বেশি। তাই তাঁরা অবশ্য়ই টোনার ব্যবহার করুন। দিনে অন্তত দুবার টোনার ব্যবহার করাই উচিত। যেমন সকালে ঘুম থেকে উঠে অবশ্য়ই টোনার ব্যবহার করবেন। প্রথমে মুখ ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। আর তারপর টোনার লাগিয়ে নিন। এছাড়াও রাতে ব্যবহার করবেন টোনার।


শুষ্ক ত্বকের জন্য টোনার


IMG_20230303_203827-1677856154871 Face Toner uses - ফেস টোনার ব্যবহারের নিয়ম
আরও পড়ুন,

টোনার কেনো ব্যবহার করা হয়


কীভাবে ব্যবহার করবেন টোনার?

আপনি যদি মেকআপ করে থাকেন, তবে মেকআপ তোলার পর মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবং ক্লিনজার দিয়ে পরিষ্কার করা মুখেই একমাত্র টোনার লাগিয়ে নিন।


টোনার লাগানোর পর মুখ সামান্য মাসাজ করে নিতে পারেন। এরপর জেল বেসড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।


আপনি টোনার হিসেবে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। টোনার কেনার জন্য গাদা গাদা টাকা খরচেরও প্রয়োজন হয় না। যাই হোক, টোনার আপনি মুখে স্প্রে করে নিতে পারেন। এবং একটি কটন প্যাড নিয়ে মুখে ধীরে ধীরে ড্যাব করে নিতে পারেন।


আর নাহলে, একটি কটন প্যাডে পর্যাপ্ত পরিমাণে টোনার নিয়ে নিন। সেটি সারা মুখে ভালো করে লাগিয়ে নিন।




Tags – Skin Care

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *