Healthy Skin Tips For Face: সারা বছর ফেসিয়াল না করলেও পুজোর আগে সকলে আমরা ফেসিয়াল করি…. সপ্তাহ শেষে বা ছুটির দিনে পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল করি,, ত্বকে ফেসিয়ালের প্রয়োজনীয়তা রয়েছে অনেক। কিন্তু অনেকেই ফেসিয়ালের পর এমন কিছু কাজ করে থাকেন যার জন্য ত্বকের মোটেই ভালো নয়, বরং এই কাজগুলি করলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার। সেই সঙ্গে লাবণ্য হারিয়ে ফেকাসে হয়ে যায়,, তাই ফেসিয়াল করার পর দেখে নিন কি করা উচিত —–
1। ফেসিয়ালের সময় এমনিতেই ত্বকের উপরের অংশে জমে থাকা ময়লা, মৃত কোষ উঠিয়ে দেয়,,তাই এই ধরনের ত্বকের পরিচর্যার পর স্ক্রাবিং করার প্রয়োজন হয় না। নয়তো ত্বকের চামড়া একদম পাতলা হয়ে যায়,,।
ত্বকের যত্নে ফেসিয়াল
2। ত্বক হাইড্রেটেড রাখুনত্বকের যত্নে ত্বক হাইড্রেট রাখা জরুরি। এটি আপনার ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে। ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করুন।
3। ফেসিয়ালের পর ত্বক যেহেতু সস্পর্শকাতর হয়ে যায়, তাই এই সময় চড়া রোদে যাবেন না,, নয়তো ব্রণ হয়ে যাবে। সেই সঙ্গে অতি বেগুনি রশ্মির প্রভাবে স্কিনের উপও মারাত্বকভাবে পুড়ে যায়। এর ফলে ত্বকে নানা সমস্যা তৈরি হতে পারে।
ফেসিয়াল করার পর ৫ ভুল করবেন না
4। এই সময় কোনও ফেসিয়াল মাস্ক ব্যবহার করা একেবারেই উচিত নয়,, ফেসিয়ালের কম করে ৩৬ ঘন্টা পর থেকে ফেস মাস্ক ব্যবহার করবেন।
5। আপনার ত্বক ময়শ্চারাইজ করুন ফেসিয়াল করার পরে, ময়েশ্চারাইজার প্রয়োগ করুন। এই সময় ত্বক শুষ্ক রাখা যাবে না।
6।।মেকআপ থেকে বিরত: আপনার ত্বককে সঠিকভাবে শ্বাস নিতে কিছু সময় দিন! অতিরিক্ত পরিমাণে প্রসাধনী এবং মেকআপ প্রয়োগ করা আপনার ছিদ্র আটকে দিতে পারে ,, বিশেষ করে যদি আপনার ব্রণ-প্রবণ ত্বক থাকে। ফেসিয়াল করার পর কয়েকদিন টোনার ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন।
আরোও পড়ুন,
Beauty Parlour Banner Design: বিউটি পার্লার ব্যানার ডিজাইন
Gram Flour Benefits For Skin: ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে বেসনের ফেসপ্যাক