Spread the love

Face Scrub For Glowing Skin: হাতে গোনা আর ৩ দিন পরেই আসছে দীপাবলি। এরই মধ্যে হাল্কা শীতও পরে গেছে… স্নানের পর চামড়ায় টান ধরা দেখেই তা টের পাওয়া যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দূষণের মাত্রা। বায়ুদূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বকের ওপর অধিক মাত্রায়। তাই এই সময়ে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কী ভাবে নেবেন ত্বকের যত্ন? ত্বকের যত্নের প্রথম ধাপ হলো ত্বকের মৃত কোষ দূর করা,, মৃত কোষ দূর করলে ত্বকে একটা আলাদাই গ্লো- ভাব লক্ষ করা যায়… এর জন্য প্রয়োজন ফেসিয়াল স্ক্রাব.. কীভাবে করবেন? নীচে বিস্তারিত দাওয়া হলো —-

IMG_20241027_195523-edited Facial Scrub: পুজোর আগে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন ফেসিয়াল স্ক্রাব

Scrub এর কাজ কি?

১) ত্বকের বাইরের স্তরে ধুলো-ময়লা, মৃত কোষ পরিষ্কার করতে স্ক্রাব ব্যবহার করতেই হবে।

২) মুখের ভেতর জমে থাকা তেল, ব্ল্যাকহেড্‌স দূর করতেও স্ক্রাব প্রয়োজন।

৩) ত্বকে নতুন কোষ তৈরিতে উৎসাহ জোগায় এক্সফোলিয়েটর বা স্ক্রাবার।

৪) ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে পারে এই স্ক্রাবার।

বাড়িতেই তৈরি করুন স্ক্রাব

1। স্ক্রাব করতে আপনার প্রয়োজন তা হল 2 টেবিল চামচ কফি, 1 টেবিল চামচ দানাদার চিনি এবং নারকেল তেল। একটি কাচের পাত্রে সমস্ত উপাদান যোগ করুন এবং তাদের একসাথে মিশ্রিত করুন। মুখের ওপর ৫/৭ মিনিট ম্যাসাজ করুন,, তারপর ধুয়ে ফেলুন।

2। বাড়িতেই হলুদ , কফি ও বেসন সহযোগে বানিয়ে নিন স্ক্রাব। এরপর পুরো মুখে, লোমের বিপরীতে বৃত্তাকার গতিতে ভাল করে লাগিয়ে নিন মিশ্রণটি। আলতো হাতে এটি মুখে লাগান।

3। ১ চামচ মুলতানি মাটি , দু ফোঁটা মধু আর ১ চামচ লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

4। গ্রিন টি, মধু, চিনি মিশিয়ে নিন একটি বাটিতে। তারপর সেটা ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ মুখে লাগিয়ে তা হালকা হাতে ম্যাসাজ করুন।

5। এক চামচ ওটস, দু চামচ চিনি, এক চামচ মধু মেশান। তারপর সেটা মুখে লাগান। এরপর শুকিয়ে এলে তুলো গরম জলে ভিজিয়ে তা তুলে ফেলুন।

বাজারের ফেস স্ক্রাব ব্যবহার করলে এগুলো ইউজ করতে পারেন —

1। Good Vibes Rosehip Skin Glow Face Scrub: ভিটামিন এ এবং সি সমৃদ্ধ, এই স্ক্রাব ত্বককে উজ্জ্বল করে,, মৃত ত্বকের কোষগুলি দূর করে: রোজশিপের এক্সফোলিয়েটিং ক্ষমতা ত্বকের ময়লা, অমেধ্য এবং মৃত ত্বকের কোষগুলি পরিষ্কার করতে সহায়তা করে। অতিরিক্ত সেবাম নিয়ন্ত্রণ করে: ব্রেকআউট কমিয়ে দেয়।

2। Himalaya Clear Complexion Brightening Face Scrub: এই ফেস স্ক্রাব ত্বককে এক্সফোলিয়েট করে – ত্বকের মৃত কোষগুলিকে জ্বালা না করেই অপসারণ করে। আপনার প্রাকৃতিক আভা বাড়ায়, অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে ,,ত্বকের পুঙ্খানুপুঙ্খ ডিটক্সিফিকেশন প্রদান করে, ময়লা, তেল এবং অমেধ্য অপসারণ করে যা বর্ণকে নিস্তেজ করে দিতে পারে। এই গভীর-পরিষ্কার প্রভাব ত্বককে পুনরুজ্জীবিত করতে এবং পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, এটিকে একটি তাজা, স্বাস্থ্যকর আভা দেয়। হাইড্রেট এবং ত্বককে ময়শ্চারাইজ করে – ইভেন-টোনড ত্বকের উন্নতি ঘটায় ।

আরোও পড়ুন,

Dark Skin:কালী পুজোর আগে কালো ত্বক ফর্সা করুন,রইলো ৫ উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *