Spread the love

আজকাল কোঁকড়া চুল কেউ পছন্দ করে না,,, যাদের কোকড়া চুল তারাও স্মুথনিং বা স্ট্রেটনিং করিয়ে নেয়,,,আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। চুল যদি ফ্রিজি হয়, মন তো খারাপ হবেই ,, তাই আসুন জেনে নিই, চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর থেকে বেরোনোর কিছু টিপস—-

IMG_20240604_000235-edited Frizzy Hair Treatment At Home: ফ্রিজি চুলের যত্ন

ফ্রিজ ফ্রি চুল পাওয়ার উপায়

চুল ফ্রিজি হওয়ার কারণ কী—

*কোঁকড়া চুল।

*নিয়মিত ব্লো ড্রাই করা।

*চুলে কালার করা।

*নিয়মিত চুল স্ট্রেইট করা।

*বংশগত।

ঘরোয়া পদ্ধতিতে ফ্রিজি চুলের যত্ন যেভাবে নিবেন

১. অল্প ভেজা চুল অবস্থায় সিরাম ইউজ করতে হবে। তারপর ধীরে ধীরে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন।

২. চুল ধোঁয়ার পর তোয়ালে দিয়ে হালকা চাপে পানি ঝরিয়ে নিন। কখনোই জোরে জোরে চুল ঘষা যাবে না।

৩. চুলে নিয়মিত শ্যাম্পু করতে হবে। সপ্তাহে তিনদিন শ্যাম্পু করতে হবে।

শুষ্ক চুলের সমস্যা দূর করার উপায়

৪. শ্যাম্পু দেওয়ার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে।

৫. ভিটামিন ই সমৃদ্ধ ন্যাচারাল অয়েল ব্যবহার করুন। চুলের ফ্রিজ হওয়া অংশে নিয়মিত ব্যবহার করুন।

৬. অত্যন্ত গরম জল দিয়ে চুল ধোবেন না।

ঘরে বসে চুল মসৃণ করার উপায়

৭. অ্যাপেল সিডার ভিনেগার জলে মিশিয়ে কন্ডিশনার হিসেবে লাগান।

৮. চুলের প্যাক হিসেবে মধুর সঙ্গে ডিম মিশিয়ে লাগাতে পারেন।

৯. টকদই ও লেবু একসঙ্গে মিশিয়ে পুরো মাথার চুলে লাগিয়ে রাখুন ৩৫ থেকে ৪৫ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতেও চুল অনেক সিল্কি হবে।

১০. চুলে ঘন ঘন রঙ ব্যবহার করবেন না। এবং হেয়ার টুল যত কম পরিমাণে ব্যবহার করা যায়, ততই আপনার চুলের জন্যে ভালো।

আরোও পড়ুন,

Hair Removal At Home: ঘরোয়া উপায়ে লোম তোলার উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *