Spread the love

Glycolic Acid Benefits For Skin – উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন


সুন্দর ও সুস্থ ত্বক পেতে আমরা সকলে কতকিছু ব্যবহার করে থাকি..!! ত্বকের পরিচর্চার জন্য সঠিক পণ্য খুঁজে বের করা কঠিন। গ্লাইকোলিক অ্যাসিড দিয়ে তৈরি পণ্য কখনো ব্যবহার করে দেখেছেন ?? দেখতে পারেন । কয়েক সপ্তাহের মধ্যে নিখুঁত ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিড-যুক্ত পণ্য ব্যবহার করলে ঠকে যাবেন না। ম্যাজিকের মত ত্বকের সব সমস্যার সমাধান পেতে সর্বজনীনভাবে এই পণ্যের ব্যবহার করা যায়। ত্বকের ডিহাইড্রেশন থেকে অকাল বার্ধক্যজনিত লক্ষণ , এমনকি জেদি ব্রণ পর্যন্ত নির্মূল করতে এই পণ্য অপরিহার্য।


IMG_20231009_194011-1696860623643 Glycolic Acid Benefits For Skin - উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন

Glycolic Acid Benefits For Skin Whitening

গ্লাইকোলিক অ্যাসিড আসলে কী?

গ্লাইকোলিক অ্যাসিড হলো এক ধরনের আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা পানিতে দ্রবণীয়। প্রাকৃতিক উৎস হিসেবে আখ থেকে এই অ্যাসিড উৎপন্ন হয়। আপনারা মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ক্লেনজার, টোনার, মাস্ক ও ময়েশ্চারাইজার খুঁজে পাবেন যেগুলোর মূল ইনগ্রেডিয়েন্ট এই গ্লাইকোলিক অ্যাসিড।

স্কিনকেয়ার প্রোডাক্টের মধ্যে আমরা যত ধরনের আলফা হাইড্রক্সি অ্যাসিড ব্যবহার করি, তার মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড বেশ জনপ্রিয়। যদি না বুঝে এটি ইউজ করা শুরু করেন, তাহলে কিন্তু স্কিন ব্যারিয়ার ড্যামেজের চান্স থাকে।


Glycolic Acid Uses For Skin


আলফা হাইড্রক্সি অ্য়াসিড, যা অকাল বার্ধক্য বিরোধী লক্ষণ, শুষ্কতা, হাইপারপিগমেন্টেশন, ব্রণের জন্য ব্যবহার করা হয় সাধারণত। এটি ত্বকের উপরিভাগে থেকে মৃতকোষকে এক্সফোলিয়েট করতে ও ফাইনস লাইন- বলিরেখা কমাতে সাহায্য করে।


এই ম্যাজিক উপাদান প্রতিদিনের রূপচর্চায় ব্যবহার করার আহে জেনে নিন কীভাবে আপনার ত্বকের উপকারে লাগে


ত্বকের জন্য গ্লাইকোলিক অ্যাসিডের উপকারিতা


-ত্বকের উপরের স্তরকে গভীরভাবে এক্সফোলিয়েট করে ফাইনস লাইনস ও বলিরেখার উপস্থিতি হ্রাস করে


-ত্বকের উপরের স্তরকে এক্সফোলিয়েট করে


-শুষ্ক ত্বককে হাইড্রেট করে


– আপনার ত্বককে উজ্জ্বল, মসৃণ এবং নরম করে তোলে


-কালো দাগ, অকাল বার্ধ্যকের ছাপ, ফ্রিকলস এবং হাইপারপিগমেন্টেশন বিবর্ণ করে


কোলাজেন প্রোডাকশন বাড়ানো

গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়াতে সহায়তা করে। কোলাজেন এমন একটি প্রোটিন যা আমাদের ত্বকের তারুণ্য ধরে রাখতে খুবই প্রয়োজন। বয়স বাড়ার সাথে সাথে কোলাজেনের ন্যাচারাল প্রোডাকশন (যেটিকে কোলাজেন সিনথেসিস বলা হয়ে থাকে) কমে যেতে শুরু করে। তখন রিংকেলস পড়ে যেতে শুরু করে। তাই শুরুতেই গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন।।

স্কিন হাইড্রেটেড রাখা

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য গ্লাইকোলিক অ্যাসিড খুব ভালো কাজ করে। এটি স্কিনে প্রয়োজনীয় হাইড্রেশনের যোগান দেয় ।।


IMG_20231009_193954-1696860624065 Glycolic Acid Benefits For Skin - উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন

উজ্জ্বল ত্বক পেতে গ্লাইকোলিক অ্যাসিড


কীভাবে ইউজ করবেন?

গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে এমন কোনো প্রোডাক্ট আপনারা যখন স্কিনকেয়ার রুটিনে ইনক্লুড করবেন, তখন কখনোই সপ্তাহের সাত দিন সেই প্রোডাক্টটি ইউজ করতে যাবেন না। কারণ গ্লাইকোলিক অ্যাসিড প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করার ফলে আপনার স্কিন অতিরিক্ত ড্রাই ও ইরিটেটেড হয়ে যেতে পারে। তাই প্রথমদিকে সপ্তাহে তিন দিন প্রোডাক্টটি ইউজ করবেন ।।


যখনই গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ কোনো সিরাম ইউজ করবেন, তারপর স্কিনে অবশ্যই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। বিশেষ করে যদি আপনার ড্রাই ও সেনসিটিভ স্কিন হয়ে থাকে।।


Read More,

পুজোর আগে ঘরোয়া উপায়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন রইলো টিপস্ – Natural Ingredients For Glowing Skin



Tags – Skin Care, Skin Tips ,Beauty Tips

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *