গরমে মাথার তালু ঘেমে অনবরত মুঠো মুঠো চুল ঝরতে থাকে, খুশকি হয়, এবং মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়। গরমে চুলের সমস্যার তো শেষ নেই। চুলের যত্নে চেষ্টার ত্রুটি রাখেন না কেউই। নিয়ম করে শ্যাম্পু করা থেকে শুরু করে পার্লারে গিয়ে স্পা করানো— বাদ যায় না কিছুই। তবে এত চেষ্টা করেও সমস্যা কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যায় না। তবে সমস্যা যাই হোক, তার সমাধানও কিনতু আছে,, সেই টিপস্ নিয়ে আমি হাজির হয়েছি…দেখুন—
গরমে তৈলাক্ত চুলের যত্ন
1। অ্যালোভেরা হেয়ার প্যাক – চুলের যত্নে দারুন কাজ করে অ্যালোভেরা বা ঘৃতকুমারী। অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল পড়া কমিয়ে দেয় দুদিনে। কারণ এতে রয়েছে ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট। এটি সব ধরনের চুলেই ব্যবহার করা যেতে পারে। আপনার চুল যদি হয় ড্রাই হয় তবে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন।
✓ সিল্কি চুলের জন্য অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুলের মাস্ক ইউজ করতে পারেন। উপাদানগুলো ভালো করে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন। এবার আধা ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি আপনার চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং চুলকে সিল্কি করে তুলবে।
গরমে চুলের যত্ন নাওয়ার উপায়
✓ চুল গ্রোথের জন্য – এর জন্য নারকেল তেল ও অ্যালোভেরার হেয়ার মাস্ক দরকার। চুলের লেন্থ অনুযায়ী নারকেল তেল ও দুই চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করুন; আধা ঘন্টা চুলে রেখে দিন এবং তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ঘরোয়া উপায়ে চুলের যত্ন
✓ চুলের খুশকি দূর করতে: এর জন্য অ্যালোভেরা ও মেথির প্রয়োজন । তিন চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে দুই চা চামচ মেথি পাউডার মিক্স করে নিন। এবার এই হেয়ার মাস্কটি ভালোভাবে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুলের খুসকি মুক্ত করতে ম্যাজিকের মতো কাজ করে এই হেয়ার মাস্ক।
✓ একটি পাত্রে নারকেল তেল গরম করে তাতে বাদাম তেল ভাল করে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে শিশিতে ভরে রাখুন। নিয়মিত ব্যবহার করুন। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল। এছাড়াও, মিশ্রণটি চুলে লাগালে চুল ঘন হবে।
আরোও পড়ুন,
3 Best Summer Day Cream: গ্রীষ্মে উজ্জ্বল ত্বকের জন্য সেরা ডে ক্রিম