চুল পড়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। আর বর্ষাকালে চুল আরোও বেশি পড়ে। কারণ চুল ভেজা থাকলে চুলের গোড়া নরম হতে থাকে,, তখন চুল ঝড়তে থাকে….. কিনতু অস্বাভাবিক চুল পড়ার পেছনে ভেজাল পণ্যের দায় অনেক বেশি ….ফলে চুল তখন বেশি মাত্রায় পরে….আবার ব্যয়বহুল হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার টাকা ও থাকে না অনেকের কাছে । তবে আমাদের রান্নাঘরে এমন কিছু উপাদান আছে, যা চুল পড়া ঠেকাতে পারে। এবং নতুন করে চুল গজাতে সাহায্যও করে…..
1। পেঁয়াজের রস ও এলোভেরা দুটোই উপাদান চুলের জন্য দারুন উপকারি। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। মাথায় পেঁয়াজের রস দিলে চুলের ফলিকলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। চুল হয় আরও মজবুত। আর এলোভেরাতে প্রচুর পরিমাণে সালফার থাকে। তার জন্য চুল হয় আরও মজবুত।
চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়
2। ডিম: ডিমে আছে প্রোটিন ও বায়োটিন। এসব চুলের জন্য দারুন দরকারী। ডিমের সঙ্গে টকদই, ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। চুল হবে আরও মজবুত। ডিমে আছে প্রোটিন ও বায়োটিন। এসব চুলের জন্য খুবই দরকারী। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। চুল হবে আরও মজবুত।
মেয়েদের নতুন চুল গজানোর উপায়
3। টক দই ও মেথী : টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ,, যা মেথির সঙ্গে চুলে লাগালে চুল মজবুত হয়। এবং মাথার তালুর সুস্থতা বজায় রাখতেও টক দই কার্যকর।টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণমতো মেথি জলে ভিজিয়ে রাখুন। তারপর সেসব বেটে পেস্ট তৈরি করে মাথায় লাগান। এতে চুল পড়া কমে যাবে, চুলের বৃদ্ধি হবে দ্রুত।
4। চুলের যত্নে সঠিক রুটিন মেনে চলুন : চুল পড়া রোধ করার জন্য সঠিক চুলের যত্ন জরুরি। উপযুক্ত শ্যাম্পু দিয়ে নিয়মিত চুল ধোয়া, চুলকে হাইড্রেটেড রাখার জন্য কন্ডিশনিং করা, সবটাই গুরুত্বপূর্ণ। ভেজা চুল আঁচড়ানো টাইট করে চুল বাঁধা এড়িয়ে চলুন।
5। রাসায়নিক যুক্ত প্রডাক্ট এড়িয়ে চলুন: শ্যাম্পু, কন্ডিশনার ও স্টাইলিং পণ্যের মতো কেমিক্যালযুক্ত পণ্যে চুল পড়ার মুখ্য কারণ হতে পারে। তাই হালকা, সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করুন চুলে।
আরোও পড়ুন,
Summer Best Body Scrub||গরমকালে ত্বকের যত্নের বেস্ট বডি স্ক্রাব