Spread the love

Argan Oil For Hair Growth: চুলের হাল ফেরাতে চোখ বন্ধ করে আর্গন অয়েলের ওপর ভরসা রাখুন।। আমরা তো চুল পড়া বন্ধ করতে নানা হেয়ার প্রোডাক্টই ব্যবহার করে থাকি…. কিনতু শেষমেষ তো কোনোটাই আর কাজে আসেনা।। কিন্তু কয়েক বছর ধরে সকলে কমবেশি এসেনশিয়াল অয়েল ব্যাবহার করছেন।। এটি চুলের হাল ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে এবং চুল করে তোলে নরম এবং রেশমের মতো।এদিকে এর অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ চুল হয় ঝলমলে।

আর্গন অয়েল কী?মরক্কো দেশ থেকে আসা এই ছোট্ট দেশেই পাওয়া যায় বিশেষ আর্গন গাছ। এই গাছে এক ধরনের ফল পাওয়া যায়। বাদামজাতীয় দানা পাওয়া যায় ফলের শক্ত খোলসের ভিতরে। আরগান তেলে ভিটামিন এ এবং ভিটামিন ই, ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, অলিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিডের মতো অ্যান্টি অক্সিডেন্ট থাকে। ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল এতটাই উপকারী, যে কি বলবো…. তার শাঁসের নির্যাস থেকে তৈরি করা হয় আর্গন অয়েল।

এই তেলের উপকারীতা শুনে চমকে যাবেন —

১. চুল শাইনি করেচুল শাইনি করতে পারে এই তেল।। এতে প্রচুর পরিমাণে এসেনশিয়াল ফ্যাটি এসিড থাকে, যা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত নারিশ করে।

২. চুলের গ্রোথ বাড়ায় আর্গান অয়েলে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও ফেনল নামক উপাদান থাকে যা স্ক্যাল্প হেলদি রাখে। চুল হেলদি ও ঘন করতেও হেল্প করে।

৩. ড্যামেজ চুল ঠিক করেহেয়ার কালার, অতিরিক্ত হিট স্টাইলিং এসব কারণে অনেকের চুল ড্রাই ও ড্যামেজ হয়ে ভেঙে যায়। চুল রিপেয়ার করার ন্যাচারাল সলিউশন হতে পারে আর্গান অয়েল। এই তেল চুলের গভীরে গিয়ে রিপেয়ার করে। স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রদাহ কমায়। কোনও সংক্রমণ সারিয়ে তোলে।

৪. ড্রাই, ইচি স্ক্যাল্প, ড্যানড্রাফ মতো সমস্যা কমাতেও আর্গান অয়েল খুব ভালো কাজ করে। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা স্ক্যাল্পের ইনফ্ল্যামেশন কমিয়ে রিলাক্সড রাখে।

আর্গান অয়েল কীভাবে ব্যবহার করতে হয়?

আর্গান অয়েল ব্যবহার করার একটি সহজ ও ইফেক্টিভ উপায় হলো কন্ডিশনার হিসেবে ব্যবহার করা। প্রথমে শ্যাম্পু দিয়ে ভালোমতো চুল ধুয়ে নাও। এবার কটন টাওয়েল দিয়ে চুলের অতিরিক্ত জল মুছে এবার ২-৩ ফোঁটা আর্গান হয়েল নিয়ে আস্তে আস্তে চুলে ম্যাসাজ করো। ধুয়ে ফেলার প্রয়োজন নেই।

আর্গান অয়েল হেয়ার মাস্ক আর্গান অয়েল হেয়ার মাস্ক হিসেবেও অ্যাপ্লাই করা যায়। সমপরিমাণ আর্গান অয়েল ও টক দই একসাথে মেশাও। এবার চুল ভালোমতো ব্রাশ করে জট ছাড়িয়ে নাও। সম্পূর্ণ চুলে ও স্ক্যাল্পে অ্যাপ্লাই করে আবার ব্রাশ করো, এতে তেলটা চুলে ভালোমতো মিশে যাবে। এবার হেয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে দাও আর ২০ মিনিট এভাবে অপেক্ষা করো। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলো।

এটি ত্বকেরও খুব কাজে আসে….

অরগান তেল ত্বক ও চুলকে গভীরভাবে ময়েশ্চারাইজ করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। হালকা ওজনের এই তেলের মধ্যে রয়েছে হাজারো পুষ্টিগুণ। ত্বকের গভীরে গিয়ে এই তেল ময়েশ্চারাইজ করে।

ত্বকের জ্বালাধরা, র‍্যাসকে দ্রুত হ্রাস করতে এই তেল বেশ কার্যকরী।ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগায়অরগান তেলের মধ্যে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে।

ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে অসংখ্য পুষ্টিগুণের মধ্যে অরগান তেল ত্বকের বার্ধক্য বিরোধী প্রভাব তৈরি করে। এটি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে।

Read More,

Winter Skin Care Homemade Tips : শীতের সকালে ত্বককে কোমল রাখতে মেনে চলুন কিছু টিপস্

Read More,

Matrix Hair Colour How To Use – চুল কালার করার ঘরোয়া উপায়

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *