Spread the love

চুল পড়ে যাওয়ার সমস্যায় সকলে নাজেহাল,,, এখন আবার মেয়েদের মতো নাজেহাল ছেলেরাও। এভাবে তো চুল ঝরতে ঝরতে একেবারে টাক পড়ে যাবে,, তার আগে একটি ব্যবস্থা নাওয়া তো দরকার,, তাই, সে ক্ষেত্রে ঘরোয়া টোটকাতেই ভরসা রাখতে পারেন। নিয়মিত যত্ন এবং পুষ্টির অভাবে চুল ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। চুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। দুর্বল চুলকে মজবুত করে তোলার জন্য কয়েকটি টিপস্ ফলো করুন….

IMG_20240621_201546 Hair Growth Tips: নতুন করে চুল গজানোর ঘরোয়া ৩ টোটকা

1। অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুল: চুল ঝরা আটকাতে অ্যালো ভেরার মতো ভালো কিছু হয়তো আর নেই,, অ্যালো ভেরার পাতা কেটে, তার ভিতর থেকে জেল বার করে ভিটামিন ই ক্যাপসুল মাথায় লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করতে হবে। তার পর শ্যাম্পু করে নিলেই হবে। সপ্তাহে ২ দিন ব্যবহার করলেই মিলবে উপকার মিলবে।

সামনে নতুন চুল গজানোর উপায়

2। পেঁয়াজের রস ও লেবুর রস: চুল ঝরা আটকাতে পেঁয়াজের রস খুব কার্যকরী। টাক পড়তে শুরু করলে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজ থেঁতো করে তার রসটা ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে চুলের গোড়া লাগিয়ে রাখতে হবে। তার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩-৪ দিন এটি ব্যবহার করলে আর টাক পড়বে না।

টাক মাথায় চুল গজানোর উপায়

3। অতিরিক্ত চুল পড়লে চুল পড়ার সমস্যায় বাড়িতেই বানিয়ে নিতে পারেন বিশেষ ১টি তেল। এ জন্য ৪টি জবা ফুল, ১ টেবিল চামচ মেথি, ১ চা-চামচ কালিজিরা, ১ টেবিল চামচ কারিপাতা একসঙ্গে ফুটিয়ে নিন। নেড়েচেড়ে দিন যতক্ষণ না মিশ্রণের জলীয় অংশটা মিশে যায়। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। কাচের বোতলে সংরক্ষণ করুন। সুন্দর করে ম্যাসাজ করে সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করুন,, দেখবেন চুলের গ্রোথ নিমেষে বাড়ছে।

আরোও পড়ুন,

গরমে মুখ ঘেমে ফর্সা মুখ কালো হয়ে যাচ্ছে? মুক্তির উপায় কী?

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *