Categories: Blog

Hair Mask For Hair Growth Homemade : চুলের বৃদ্ধি এবং ঘনত্বের জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক

Spread the love

Hair Mask For Hair Growth Homemade : চুলের বৃদ্ধি এবং ঘনত্বের জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক


Indian hair mask for hair growth : আমাদের সকলের যেমন ক্ষিদে পায় তখন আমরা পেট ভরে ভাত খাই,, প্রোটিন ভিটামিন খেয়ে নিজেদের শরীরে শক্তি জোগাই…. ঠিক তেমনি চুলেরও চাই পুষ্টি..নয়তো চুল এর অবস্থা দফারফা হয়ে যাবে।। তাই সপ্তাহে অন্তত একদিন করে হেয়ার মাস্ক ব্যবহার করুন….


Homemade hair mask for hair growth and thickness without egg

হেয়ার মাস্ক লাগানোর পর শ্যাম্পু দিয়ে ভালভাবে মাথা ধুয়ে নিবেন।। হেয়ার মাস্ক মানেই চুল সংক্রান্ত বেশিরভাগ সমস্যার সমাধান বলে মনে করা হয়। এর গভীর কন্ডিশনিং চুলের অবস্থার উন্নত করতে সাহায্য করে। আপনি এখন ভাবতে পারেন, এই হেয়ার মাস্ক অনেক ব্যয়বহুল হতে পারে। তবে, আপনি চাইলে চুলের মাস্কের জন্য অনেক ঘরোয়া জিনিসও ব্যবহার করতে পারেন —-দেখে নিন ঘরোয়া উপাদান দিয়ে কিছু হেয়ার প্যাক…..

Best hair mask for hair growth homemade

১/ এলোভেরা প্রাকৃতিক ভাবে চুলে ময়শ্চার বা আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। একটি এলোভেরা পাতার থেকে ভাল করে চামচ দিয়ে জেল বার করে নিন…. এর মধ্যে দু’চা-চামচ মধু মিশিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। স্নানের আগে এই মিশ্রণ হেয়ার মাস্ক হিসেবে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে হাল্কা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে চুল পুষ্টি পাবে।।

Hair mask for hair growth homemade for black hair

২/ কলা, নারকেল তেল ও মধু- চুলের স্বাস্থ্যের জন্য নারকেল তেল যে দারুণ ভাবে কাজ করে একথা প্রায় সকলেরই জানা। কলা নারকেল তেল ওমধু- এই তিন উপকরণই চুলে পুষ্টি যোগান দেয় এবং ডগা ফাটার মতো সমস্যা দূর করে অল্প সময়ে।স্নানের আগে এই মাস্ক লাগিয়ে মিনিট ২০ রেখে শ্যাম্পু করে হাল্কা গরম জল দিয়ে চুল ধুয়ে নিন।

৩/ কলা পেঁপে ও মধু


আপনার চুল যদি শুষ্কতার সঙ্গে জেল্লা হারিয়ে ফেলে, তাই প্রোটিন সমৃদ্ধ কলা, পেঁপে এবং মধু দিয়ে তৈরি হেয়ার মাস্ক আপনার চুলকে উজ্জ্বল এবং মজবুত করতে পারে। এর জন্য একটি পাকা কলা নিন এবং মোটা করে ম্যাশ করুন।এতে ২ চামচ মধু যোগ করুন এবং সবগুলো ভালো করে মিশিয়ে স্মুদি তৈরি করুন।

এরপর সারা চুল এবং মাথার ত্বকে লাগান। এবার একটি ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন।

কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।


চুল লম্বা করার হেয়ার প্যাক

৪/ ডিম এবং অলিভ অয়েল- ডিমের মধ্যে রয়েছে প্রোটিন। চুলের বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে ডিম। অলিভ অয়েল চুলকে ময়শ্চারাইজড রাখে। একই সঙ্গে চুলের গোড়া শক্ত করে। একটি ডিম ও দু’চামচ অলিভ অয়েল মিশিয়ে তৈরি করে নিন হেয়ার মাস্ক। এই মিশ্রণ স্নানের আগে চুলে লাগিয়ে নিন। মিনিট ২০ রেখে ঠান্ডা জল দিয়ে এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।।

চুলের জন্য ভালো হেয়ার প্যাক

৫/ মেথি-কোকোনাট অয়েল হেয়ার মাস্ক

মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা চুল স্থিতিস্থাপকতা উন্নত করে এবং চুলের ভাঙ্গন রোধ করে। এছাড়াও এতে ভিটামিন সি, যা চুলের বীজকোষগুলোতে পুষ্টি যোগায় ও শক্তিশালী করে।


উপকরণ

দুই টেবিল চামচ মেথি বীজ

এক টেবিল চামচ নারকেল তেল

এক কাপ জলে সারারাত মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে মেথি পিষুন। এতে নারকেল তেল যোগ করুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকে ও চুলের প্রান্তে প্রয়োগ করুন ও ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন।


Read More,

পাতলা চুল ঘন করার উপায়: Hair Care Routine For Hair Growth


Tags – Hair Care, Hair Tips

Bristy

Leave a Comment

Recent Posts

Reasons Of Breast Cancer: স্তন ক্যান্সার কেন হয়? এর মুক্তির উপায়

দেশে যেনো বেড়েই চলেছে এই স্তন ক্যান্সারের সংখ্যা……এটি এমন একটি রোগ যেখানে অস্বাভাবিক স্তন কোষগুলি…

2 days ago

Good Cholesterol Foods: কোলেস্টেরল কমানোর ৫ খাবার

দিন যতো যাচ্ছে উচ্চ কোলেস্টেরলের সমস্যা দিনদিন আমাদের দেশে বেড়েই চলেছে। এর মুখ্য কারণ জানেন…

3 days ago

Turmeric Milk Benefits For Female: হলুদ মিশ্রিত দুধ খাওয়ার ৩ উপকারিতা

রান্না ঘরের মুখ্য ভূমিকা পালন করে থাকে এই হলুদ,,,যেকোনো রান্নায় হলুদ তার রং দিয়ে সৌন্দর্য…

3 days ago

Aloevera Gel: ত্বকের নানান সমস্যা দূর করবে অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের উপকারিতা নিয়ে বলে শেষ করা যাবে না,, ত্বক গ্লো করা থেকে শুরু করে,…

5 days ago

Best Moisturizer: ত্বকের যত্নে বাড়িতেই তৈরি করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার

ক্লিনিং টোনিংয়ের পর ময়েশ্চারাইজার লাগানো অত্যন্ত জরুরী। নয়তো ত্বক তার নিজস্ব আর্দ্রতা হারিয়ে ফেলে,,, প্রতিবার…

5 days ago

How To Remove Acne Scars: দাগহীন সুন্দর ত্বক পেতে যা করবেন

এখনকার মহিলা পুরুষদের বয়ঃসন্ধিকালে হরমোনের ও আবহাওয়ার পরিবর্তনের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। আর এই…

6 days ago