এই গরমে রোদ, ধুলোর কারনে — চুলের জেল্লা হারিয়ে যায়….তার উপর আমরা চুলের ওপর নানান অত্যাচার করি… স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, কালার ব্যবহার করি । সব মিলিয়ে চুলের হাল শেষ হয়ে যায়…. তাই চুলের চাই বাড়তি যত্ন। অনেকেই প্রতি মাসে হেয়ার স্পা করান। কিনতু অনেকের চুলের গোঁড়া এতো নরম হয় যে পার্লারের এতো হিট এর কারণে চুল পরে যায়…. তাই ঘরে বসেই যত্ন নেওয়া যায় চুলের। ঘরে তৈরি প্যাক দিয়েই যত্ন নিতে পারেন চুলের এতে চুলের গোড়া শক্ত ও শাইন হবে…
হেয়ার প্যাক ফর হেয়ার গ্রোথ
১/ চায়ের লিকার, ও বিটের রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মাথায় ভাল করে মেখে নিয়ে চুল বেঁধে তাতে স্বচ্ছ র্যাপ পেপার মুড়িয়ে রাখুন। ঘণ্টাখানেক পরে ভাল করে শ্যাম্পু করে নিন। তাতেই চুলে ঔজ্জ্বল্য ফিরবে।
হেয়ার প্যাক ব্যবহারের নিয়ম
২/ নারকেল তেল এবং অ্যালো ভেরানারকেল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে ফেলুন একটি প্যাক। দু চা চামচ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তিন চা চামচ অ্যালো ভেরা জেল। সঙ্গে নিতে পারেন ভিটামিন ই ক্যাপসুল,,,তার পর মিশ্রণটি ভাল ভাবে চুল ও মাথার তালুতে মাখতে হবে। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’বার করে এই প্যাক ব্যবহার করলে কম দিনেই মিলবে উপকার।
চুল পড়া রোধের হেয়ার প্যাক
৩/ ডিমে আছে প্রচুর পরিমাণে মিনারেল, প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স। এসব উপাদান চুলের গোড়া মজবুত করে। সহজেই চুল পড়ে না। এই হেয়ার প্যাক বানানোর জন্যে আপনার একটি ডিম এবং পাকা কলা মিশিয়ে নিন,, এটি আপনার চুল কন্ডিশনিং করে। ফলে চুল শুষ্ক হয়ে ভেঙে যায় না। নরম থাকে।
ডিমের হেয়ার প্যাক
৪/ টক দই ও ডিম: একটি ডিম ফাটিয়ে এর সঙ্গে আধা কাপ টক দই মেশাতে হবে। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। মাস্ক চুলে লাগানোর পর ২০-৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখবেন চুল কতোটা মজবুত হয়ে যায়।
আরোও পড়ুন,
গরমে অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে বাদ দিন ৫: খাবার