Categories: Weight Lose Tips

High Protein Breakfast To Lose Belly Fat – ওজন কমানোর ব্রেকফাস্ট রেসিপি

Spread the love

High Protein Breakfast To Lose Belly Fat – ওজন কমানোর ব্রেকফাস্ট রেসিপি


Breakfast recipes to lose belly fat: মনে রাখবেন ব্রেকফাস্ট সবসময় হবে লো ক্যালোরির। কিন্তু ফাইবার বেশি থাকতে হবে। ব্রেকফাস্টে ডিমের কোনও পদ বানালে সবসময় ননস্টিক ব্যবহার করুন। এতে তেল, মাখন খুবই কম লাগে। কিনতু কাজের চাপে ব্রেকফাস্ট কখনোই স্কিপ করবেন না…..চটজলদি বানিয়ে ফেলতে পারেনা হেলদি স্মুদি। সময়ও বাঁচবে আর ওজনও থাকবে নিয়ন্ত্রণে। আজ কিছু ওজন কমানোর ধামাকাদার ব্রেকফাস্ট রেসিপি বলবো দেখুন –


7 high-protein breakfast for weight loss

১/ কাবুলি চানা-রাজমার স্যালাড- কাবুলি চানা আর রাজমা এই দুই উপাদনই কিন্তু পুষ্টিতে ঠাসা। রাজমা আর চানা সিদ্ধ করে নিন। এবার শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা কুঁচির সঙ্গে মিশিয়ে নিন এই চানা। লেবুর রস আর স্বাদমতো নুন ছড়িয়ে নিলেই তৈরি।


২/ ধোকলা- ধোকলা খেতে যেমন ভালো তেমনই কিন্তু তেল ছাড়াই বানিয়ে নেওয়া যায়। বেসন, সুজি আর আদাবাটা একসঙ্গে মিশিয়ে পদ্ধতি মেনেই বানিয়ে নিন ধোকলা।

High protein breakfast for weight loss and muscle gain

৩/ স্মুদি (Smoothie) কিন্তু বর্তমানে ভীষণ ট্রেন্ডিং। ওজন নিয়ন্ত্রণের জন্য আজকাল অনেকেই ব্রেকফাস্টে বেছে নিচ্ছেন এই খাবার। স্ট্রবেরি-কলা স্মুদি: এই স্মুদি বানাতে আপনাকে নিতে হবে ১ টি কলা কয়েক টুকরো স্ট্রবেরি, ১-২ কাপ গ্রিক ইয়োগার্ট। ১-৪ কাপ দুধ।


High protein breakfast Indian

৪/ সুজির উপমা-সুজিতে প্রোটিন, ফ্যাট সবকিছুই রয়েছে।। সুজি ভালো করে রোস্ট করে সবরকম সবজি দিয়ে বানিয়ে ফেলুন সুজির উপমা। এতে মিষ্টিও কম লাগে। হজম ভালো হয়। পেটও অনেকক্ষণ ভরে থাকে। 


ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট

৫/ ডিম 

ব্রেকফাস্টে অবশ্যই একটা করে ডিম রাখার চেষ্টা করুন। ডিম, ওটস, দই দিয়ে যেমন ওমলেট বানিয়ে নিতে পারেন তেমনই কিন্তু ডিম সিদ্ধ কিংবা ডিমের স্যালাড বানিয়ে নিতে পারেন। স্যান্ডউইচেও দিতে পারেন ডিম। 


ওজন কমাতে ব্রেকফাস্টে বানিয়ে ফেলুন স্মুদি, রইল রেসিপি

৬/ আনারস, কমলালেবু, কলা দিয়ে স্মুদি: এটি বানাতে লাগবে একটি কমলালেবু, কয়েক টুকরো আনারস, ১ টি কলা। ১ কাপ গ্রিক ইয়োগার্ট নিন। যদি ফল গুলি ঠান্ডা না থাকে তবে কয়েক টুকরো বরফ নিয়ে নিন।


৭/ ম্যাশড আলু, তোফু, রসুন স্যান্ডউইচ

স্যান্ডউইচ


আমাদের সকালের খাবার হওয়া উচিত স্বাস্থ্যকর এবং শক্তিতে পূর্ণ। 

রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণ:-

1/2 কেজি (মিশ্রিত) তোফু

১/২ কাপ জল 

4 কাপ সেদ্ধ এবং ম্যাশ করা আলু

2টি কাটা রসুনের লবঙ্গ

রুটি

1 টেবিল চামচ মাখন

প্রস্তুতির পদ্ধতি:-

টফু মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত পিষে নিন এবং ম্যাশ করা আলু দিয়ে মেশান।

একটি ছোট প্যান নিন, এতে মাখন এবং কাটা রসুন যোগ করুন।

এবার মিশ্রণটি যোগ করুন এবং কয়েক মিনিট ভাজুন।

স্বাদ বাড়াতে লবণ যোগ করুন।

স্যান্ডউইচ তৈরি করতে ফিলিং হিসাবে এই মিশ্রণটি ব্যবহার করুন।আরও সুস্বাদু করতে আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি যোগ করতে পারেন।


আরোও পড়ুন ,

What To Eat During Intermittent Fasting – ইন্টারমিটেন্ট ফাস্টিং এ কি খাওয়া যাবে



Tags – Protein Breakfast , Weight Loss Tips

Bristy

Leave a Comment

Recent Posts

How To Keep Stomach Healthy: গরমে পেট সুস্থ্য ও পরিষ্কার উপায়

Stomach Care : শরীর সুস্থ্য রাখতে চাইলে পেট অবশ্যই পরিষ্কার রাখা খুব প্রয়োজন…. এটি শরীর…

4 hours ago

Skin Rashes Treatment: গরমে ফুসকুড়ি দূর করার উপায়

আজকাল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ফুসকুড়ির সমস্যা হয়ে থাকে…. গরম থেকে হওয়া ফুসকুড়ি- ব্যথা ও…

18 hours ago

Summer Skin Care: রোদে বেরোলেই ত্বক তেলতেলে করছে? রইল সমাধান

এই গরমে রোদে কাজের জন্যে বেরোতেই হয়…. আর এর জন্য মুখ তৈলাক্ত হয়ে যায় ভীষণ…

20 hours ago

Himalaya Anti Wrinkle Cream: বলিরেখা কমানোর বেস্ট ক্রিম

আজকাল রোদের তাপে, ধুলো বালি দূষণের কারণে বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে। মুখে চটজলদি…

20 hours ago

Summer Best Sunscreen: সান ট্যান দূর করতে সেরা ৩ সানস্ক্রিন

দিন দিন যেনো ত্বকের সমস্যা বেড়েই চলছে,, ত্বকে দাগ ছোপ হওয়া, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া…

1 day ago

Rose Water Spray: পুজোতে একটি স্প্রে দিয়েই ফেস গ্লো করুন

সামনেই তো পুজো এখন থেকেই রূপচর্চা একটু শুরু না করে দিলে হয়… কিনতু এর জন্য…

2 days ago