Spread the love

Himalaya Fash Wash Review – হিমালয় ফেস ওয়াশ রিভিউ


আমাদের প্রত্যেকেরই ত্বকের ধরন আলাদা আলাদা হয়। প্রথমেই নিজের ত্বকের ধরন সম্পর্কে একটা ধারণা করে নিতে হবে। বুঝে নিতে হবে আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক। সেই মতো ফেস ওয়াশ ব্যবহার না করলে কোনও উপকারই মেলে না। উলটে ত্বকের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।আপনার ত্বক যদি এমনিতেই খুব শুষ্ক হয়, তাহলে এমন ফেস ওয়াশ জেল কিনবেন যাতে ময়েশ্চারাইজার রয়েছে। অন্যদিকে তৈলাক্ত ত্বকের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের এমন ধরনের ক্লিনজার কেনা উচিত, যাতে ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ধুয়ে যায়।

IMG_20230314_231746-1678816079403 Himalaya Fash Wash Review - হিমালয় ফেস ওয়াশ রিভিউ

Is Himalaya Face Wash Good For Daily Use

কিনতু সব ত্বকের জন্য পারফেক্ট একটি ফেসওয়াশ হলো হিমালয় ফেস ওয়াশ ।।ভেষজ প্রাকৃতিক উপাদানে নির্যাস দিয়ে তৈরি হওয়ায় এই ফেসওয়াস টি ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ফেলে না। ব্রণের দাগ দূর করতে এই ফেসওয়াসটি বেশ কার্যকর।হিমালয়ের পিউরিফাইিং নিম ফেস ওয়াশ একটি সাবান মুক্ত সূত্র যা অপবিত্রতা পরিষ্কার করে এবং পিম্পল পরিষ্কার করতে সাহায্য করে। নিম এবং হলুদ একটি প্রাকৃতিক মিশ্রণ তাদের এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য জন্য পরিচিত।।

এই ফেস ওয়াশ পিম্পল পরিষ্কার করতে সাহায্য করে।নিম এবং হলুদ একটি প্রাকৃতিক মিশ্রণ তাদের এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য জন্য পরিচিত, যুদ্ধ এবং সময়ের সাথে পিম্পল পুনরাবৃত্তি প্রতিরোধ করতে সাহায্য করে।সকল প্রকারের ত্বকের জন্য উপযুক্ত।
পিম্পল প্রবণ ত্বকের জন্য সবচেয়ে ভালো।

Dose Himalaya Face wash Remove Dark Spots

হিমালয়া নিম ফেসওয়াস উপাদান….

নিমঃ নিম একটি চমৎকার স্কিনকেয়ার উপাদান তার এন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য জন্য পরিচিত। এটা সাধারণ ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং ব্রণ মত ব্যাকটেরিয়া সংক্রমণ মোকাবেলা করে।


নিরাময়: ব্রণ থেকে রক্ষা পেতে নিম খুব ভালো কাজ করে, নিমের কোমল ও আরাম প্রদানকারী ক্ষমতা ত্বকে ব্রণের বৃদ্ধি কমায়।

ব্যাক্টেরিয়া নাশক: নিম ফেইস ওয়াশের ব্যাক্টেরিয়ানাশক ক্ষমতা পরিবেশের কারণে হওয়া ত্বকের ক্ষতি দূর করতে সাহায্য করে। ময়লা ও জীবাণু ত্বকে নানান সমস্যা সৃষ্টি করে।

How To Use Himalaya Neem Fash Wash

ত্বকের শুষ্কতা দূর করে: নিম দিয়ে মুখ ধোয়া হলে তা ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতা রক্ষা করে ত্বক সতেজ করতে সহায়তা করে।

মসৃণভাব: নিম ত্বকে ব্যাক্টেরিয়া ও জীবাণু থেকে সুরক্ষা পেতে সহায়তা করে। যা ত্বকে মসৃণ ও উজ্জ্বলভাব ফুটিয়ে তুলতে ভূমিকা রাখে।


ত্বক পরিষ্কার: লোমকূপের গভীরে কাজ করে ত্বককে ব্রণের কারণে হওয়া জ্বলুনি থেকে রক্ষা পেতে সাহায্য করে।

উজ্জ্বল ত্বক: নিম ফেইস ওয়াশ ত্বক নিখুঁত করে। পাশাপাশি প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটিয়ে তুলে ও মসৃণভাব আনতে সহায়তা করে।

Is Himalaya Face wash Good For pimples

IMG_20230314_231730-1678816079796 Himalaya Fash Wash Review - হিমালয় ফেস ওয়াশ রিভিউ
আরও পড়ুন,

Himalaya Face wash Benefits

ব্যবহার পদ্ধতি
জল দিয়ে মুখ ভিজিয়ে নিন।

হাতে নিম ফেইস ওয়াশ নিয়ে তা মুখে আলতোভাবে মালিশ করুন।

দুই মিনিট অপেক্ষা করে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সবশেষে পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।।

তারপর ত্বকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না।।



By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *