রঙ খেলার পর আমাদের ত্বকের অবস্থা একদম বাজে পরিস্থিতি হয়ে যায়…. কারন টকটকে লাল, উজ্জ্বল সবুজ বা ক্যাটক্যাটে হলুদ যে কোনও ভাইব্র্যান্ট কালার তৈরি করা হয় বিভিন্ন ক্ষতিকর রাসায়ানিক থেকে। যা আমাদের ত্বককে শুস্ক ও রুক্ষ করে দেয়…. অনেকের তো মুখে ব্রণ হয়ে যায়,,, তাই এক নজরে জেনে নেওয়া যাক দোল খেলার পর ত্বকের যত্ন নিবেন কীভাবে —
রঙ খেলার পর ত্বকের যত্ন যেভাবে নিবেন
১/ স্ক্রাব: জোর করে মুখ হাত পা থেকে রং তোলার জন্য স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন করবেন না। কড়া স্ক্রাব ব্যবহার করলে ত্বক রুক্ষ হয়ে যায়, ফুসকুড়ি বেরোয়। তাই ফেস মাস্ক লাগান। এলোভেরা কিংবা শসার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন,,এতে ত্বক হাইড্রেটেড থাকবে। স্নান করার পর গায়ে ক্রিম বা তেল মাখুন।
আরোও পড়ুন,
Basanta Utsav Photo Poses Ideas: বসন্ত ফটোশুটের পোজ এবং আইডিয়া
২/ পর্যাপ্ত জল এবং স্বাস্থ্যকর খাবার: বেশি পরিমাণে জল খান কদিন ,,, এতে ত্বক হাইড্রেটেড থাকবে । শরীরের জন্য ঠিক নয়, সেগুলো খাওয়ার বদলে বরং স্বাস্থ্যকর খাবার খান। এতে ত্বক ভালো থাকবে।
রঙ খেলার পর ত্বকের যত্নের টিপস্
৩/ ত্বকের চর্চা: রং খেলতে নামার আগে অবশ্যই গায়ে ভালো করে তেল বা ক্রিম মাখুন। এতে ত্বকে রং বসবে না। আপনার রং তুলতেও কষ্ট হবে না।
৪/ সাধারণত দিনের বেলা, বাইরে বেরোনোর অন্তত ১৫ মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। এতে ত্বকের ক্ষতি হবে না।
৫/ মাথার তালু অত্যন্ত সেনসেটিভ হলে হেয়ার প্যাক ইউজ করতে পারেন,,রঙের কারণে চুলের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।
রঙ খেলার পর ত্বকের আগে পরের যত্ন
৬/ মেকআপ: রং খেলে উঠেই মেকআপ করবেন না। রং খেলার পর আমাদের ত্বক শুষ্ক থাকে। তাই কিছুদিন মেকাপ থেকে বিরত থাকুন,,,তাই তখন মেকআপ করলে ত্বক আরও রুক্ষ, খারাপ হতে পারে।
আরোও পড়ুন,
Pree-Holi Skin Care: রঙ খেলার আগে ত্বকের যত্ন