Spread the love

Homemade Face Mask For Glowing Skin And Acne||উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক


সারাদিনের কাজের চাপে মুখের ঔজ্জ্বল্য হারিয়ে যাবেই, সেটি তো আমরা সবাই জানি,, সেক্ষেত্রে বাড়িতেই এমন কয়েকটি ফেসমাস্ক বানানো যায়, যা চটজলদি মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। এমনই কয়েকটি ফেসমাস্ক বানানোর পদ্ধতি জানানো রইল এখানে। দূষণ ও ক্লান্তির কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। সেটি এই ফেস মাস্ক গুলি ফিরিয়ে দেয়….


IMG_20230819_204357-1692458066003 Homemade Face Mask For Glowing Skin And Acne : উজ্জ্বল ত্বকের জন্য ঘরে তৈরি ফেসপ্যাক

Simple homemade face mask for glowing skin


১/ মধু ও লেবুর ফেইস মাস্ক


এক টেবিল-চামচ মধুর সঙ্গে এক টেবিল-চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ত্বক ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি পুরো মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। শুকিয়ে আসলে ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলতে হবে। এটি আপনার ত্বক উজ্জ্বল করে।।

Homemade face mask for clear skin


২/ হলুদ ফেইস মাস্ক

এক চিমটি হলুদগুঁড়া এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে। যাদের ত্বক তৈলাক্ত তারা এ মিশ্রণের সঙ্গে সামান্য লেবুর রস মেশাতে পারেন। মিশ্রণটি তৈরি করার পর পরিষ্কার মুখে ও গলায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।

মাস্কটি শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে।

Homemade face mask for everyday use

৩/ শসা ও লেবুর রসের ফেইস মাস্ক

এক চামচ শসার রস ও এক চামচ লেবুর রস মিশিয়ে এই মাস্ক তৈরি করতে হবে। মাস্কটি মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এটি ব্যাবহারে মৃত কোষ দূর হয়ে যাবে।।

Homemade face mask for acne

৪/ দই-বেসন দিয়ে তৈরি ফেসমাস্ক- দু’চামচ দইয়ে এক চামচ বেসন, এক চিমটে হলুদ মিশিয়ে রস ১৫ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।।


ত্বক উজ্জ্বল করার ফেসপ্যাক


৫/ চালের গুঁড়োর ফেসমাস্ক– টোনিং সরিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরায় চালের গুঁড়ো। চালের গুঁড়োয় এক চামচ কাঁচা দুধ ও অ্যালোভেরা জেল দিয়ে মেখে প্রথমে মুখে স্ক্রাব করে নিতে হবে। এরপর বেঁচে যাওয়া মিশ্রণটিকে ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখতে হবে।


উপরের প্রতিটি মাস্ক তৈরির উপাদানই আমাদের হাতের কাছেই পাওয়া যায়। মাস্কগুলো তৈরি করতে ঘরে সহজলভ্য এমন দু’ থেকে তিনটি উপকরণ প্রয়োজন হয়। আর মাস্কগুলো সহজে এবং চটজলদি ব্যবহার উপযোগী। এই মাস্কগুলো ব্যবহারে ত্বকের কোন ধরনের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে না।


Read More,

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *