Spread the love

Homemade Face Packs: ঘরে তৈরি ফেস প্যাক


সুন্দর জেল্লাদার এবং দাগছোপহীন ত্বক পেতে আপনি ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ঘরোয়া ফেসপ্যাক কিভাবে তৈরি করবেন, কি দিয়ে তৈরি করবেন সেটা নিয়ে আজকের আর্টিকেল।।।


গোলাপের পাপপড়ির ফেসপ্যাক

গোলাপের মতো সুন্দর ত্বক পেতে এই ফেসপ্যাক তৈরি করার জন্যে আপনার প্রয়োজন গোলাপের পাপড়ি, দুধ এবং বেসন ও ভিটামিন ই ক্যাপসুল।। একটি গোলাপ থেকে পাপড়ি ছাড়িয়ে নিন। ভালো করে ধুয়ে নিন। গ্রাইন্ডারে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। তারপর সেই পেস্টে পরিমাণ মতো দুধ মিশিয়ে দিন। এর সঙ্গে পরিমাণ মতো বেসন মিশিয়ে ও ভিটামিন ই ক্যাপসুল ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। তা মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।


IMG_20230326_205144-1679844115162 Homemade Face Packs - ঘরে তৈরি ফেস প্যাক

Homemade Face Packs For Glowing Skin


বেসনের ফেসপ্যাক

বেসনের ফেসপ্যাক আমাদের সবার কাছেই খুব জনপ্রিয়। এই ফেসপ্যাক বানাতে আপনার প্রয়োজন বেসন এবং দুধের সর। একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ দুধের সর মিশিয়ে দিন।প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেসপ্যাক তৈরি। এবার এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।


অ্যালোভেরা জেলের ফেসপ্যাক

অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই, এই দুই উপাদান আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। অন্যদিকে, ভিটামিন ই অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালোভেরা জেল আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।


Homemade Face Packs For Clear Skin


একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে নির্যাস বের করে অ্যালোভেরা জেলের মধ্যে মেশান। দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। আপনার ফেস প্যাক তৈরি। এটি আপনার মুখে লাগিয়ে নিন। দেখবেন ত্বক চকচকে করছে।।।


গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ফেইস প্যাক


টক দই এবং মুলতানি মাটি: এই প্যাক বানাতে ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে এক টেবিল চামচ বেসন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে পেস্ট বানান তারপর সেটা মুখে আর গলায় লাগান। সপ্তাহে মাত্র দুবার এই প্যাক ব্যবহার করুন আর ফল দেখুন নিজের চোখেই। এই প্যাক যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, তেমনই তেলতেলে ভাব দূর করে। টক দই এবং হলুদ: ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে হাফ চা চামচ হলুদ মিশিয়ে একটা প্যাক বানান, তারপর সেটা মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর মিনিট পনের রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে একই সঙ্গে পরিষ্কার রাখবে।


Daily Face Pack


IMG_20230326_205130-1679844115444 Homemade Face Packs - ঘরে তৈরি ফেস প্যাক
আরও পড়ুন,

Besan Face Pack for glowing skin

কী ভাবে ব্যবহার করবেন –


ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। আর ঠিক এই কারণেই প্রথমে মুখ ক্লিনজিং করুন। তারপর মুখে ফেসপ্যাক লাগান।


কতক্ষণ রাখতে হবে?

১০-১২ মিনিট।


কতদিন ব্যবহার করতে হবে?

সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন।


ত্বকের যত্নে ঘরে তৈরি ফেইস প্যাক


এরপর এই দুইটি স্টেপ অবশ্যই আপনি ফলো করবেন –


টোনিং:

টোনার ত্বকের ময়লা দূর করতে এবং ময়শ্চারাইজ করার কাজ করে। ত্বকে টোনার ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে এটি অ্যালকোহল মুক্ত।


ময়শ্চারাইজিং:

তৈলাক্ত ত্বকে ঘরে তৈরি ফেসিয়াল করার পর তাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে ময়শ্চারাইজ করে দীর্ঘক্ষণ কোমল রাখতে সাহায্য করবে।




Tags – Skin Care, Face Pack

By Bristy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *